ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

নতুন সিরিজে পুলিশ অফিসার শ্যামল মাওলা

নতুন সিরিজে পুলিশ অফিসার শ্যামল মাওলা

শ্যামল মাওলা ও আইশা খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ১৮:৫৫

ঢাকার বুকে আতঙ্কের ছায়া। নৃশংস এক সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে শহরের অলি-গলিতে, যার রেখে যাওয়া ভয়ঙ্কর স্বাক্ষর পুলিশকে করেছে কিংকর্তব্যবিমূঢ়! তদন্তের সব পথ যখন বন্ধ, তখন এই খুনিকে থামানোর দায়িত্ব পড়ে বিচক্ষণ অফিসার মাহফুজের কাঁধে। কিন্তু অন্ধকারের গভীরে প্রবেশ করে তিনি বুঝতে পারেন, এটি একটি মারাত্মক বুদ্ধির খেলা, যেখানে অপরাধী প্রতিটি পদক্ষেপে এগিয়ে থাকছে। কে এই খুনি?

শহরের কানাগলিতে লুকিয়ে থাকা ক্রোধের পেছনের রহস্যই-বা কী? এমন সব প্রশ্নের উত্তর মিলবে ‘কানাগলি’ ওয়েব সিরিজে।

ক্রাইম থ্রিলার গল্পের এ সিরিজে শ্যামল মাওলার সঙ্গে জুটি বেঁধেছেন আইশা। শ্বাসরুদ্ধকর গল্পের এ সিরিজটি পরিচালনা করেছেন আহমেদ জিহাদ। চিত্রনাট্যও লিখেছেন তিনি নিজেই।

নিজের চরিত্রটি নিয়ে শ্যামল মাওলা বলেন, ‘আমি এখানে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি যিনি মূলত ইনভেস্টিগেট করেন। প্রচণ্ড থ্রিলার ভিত্তিক গল্প। আর নির্মাতাকে নিয়ে বলবো, তিনি নতুন কিন্তু খুব গুছিয়ে কাজটি করেছেন। আমি খুব এনজয় করেছি কাজটি করতে গিয়ে।’

অভিনয় প্রসঙ্গে আইশা খান বলেন, ‘ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। দর্শক ওয়েব সিরিজে যে ধরনের  গল্প  দেখতে চান এটি তেমনই। আশা করছি সিরিজটি দর্শকের পছন্দ হবে।’

শ্যামল মাওলা ও আইশা খান ছাড়াও এতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, লুৎফুর রহমান জর্জ, কাজী নওশাবা আহমেদ, নাজিবা বাশার প্রমুখ।

৩ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি মুক্তি পাবে বলে নির্মাতা জানিয়েছেন।

আরও পড়ুন

×