ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বিএনপি নেতা হাফিজ গ্রেফতার

বিএনপি নেতা হাফিজ গ্রেফতার

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৯ | ১২:২৪ | আপডেট: ১২ অক্টোবর ২০১৯ | ১২:২৯

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে গ্রেফতার করে পল্লবী থানায় নেওয়া হয়েছে। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সমকালকে এ তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তি আইনে পল্লবী থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। 

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে তার মুক্তি দাবি করেন রিজভী।

আরও পড়ুন

×