সারাদেশে জেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ রোববার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ১০:০৯ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ১০:০৯
লোডশেডিং, জ্বালানি খাতে 'অব্যবস্থাপনা'র প্রতিবাদ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ এবং সরকারের পদত্যাগ দাবিতে রোববার সারাদেশে জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দিনের এ কর্মসূচি ঘোষণা করেন।
এর প্রেক্ষিতে শুক্র ও শনিবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ এবং অন্য মহানগরগুলোতে বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা।
রোববার সব জেলা পর্যায়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।