জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অযৌক্তিক : বাংলাদেশ কংগ্রেস

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২২ | ০৯:৪৭ | আপডেট: ১০ আগস্ট ২০২২ | ০৯:৪৭
জ্বালানি তেলের আকষ্মিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মানববন্ধনে দলটির চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে জনজীবনে। সংবাদ বিজ্ঞপ্তির।
বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ ইয়ারুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন আরো বলেন, জ্বালানি তেলের এই আকষ্মিক দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবন আরো কঠিন ও অসহনীয় হয়ে উঠবে। তেলের দাম বৃদ্ধির আগে সরকারকে সব মহলের মতামত নেওয়া উচিত ছিল। এই বৃদ্ধির মাধ্যমে সব ক্ষেত্রে পণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়বে। ফলে দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে।
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের অযুহাতে তেলের মূল্য যে নজিরবিহীনভাবে বাড়ানো হয়েছে তা প্রত্যাহার করতে হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের দাম কমলে দেশেও সমন্বয় করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এই কথা সরকারকে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য কিছুটা কমেছে। আরও কমার আভাস পাওয়া যাচ্ছে।