ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে ১২ দলীয় জোটের শোক

ডা. জাফরুল্লাহ চৌধুরী। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩ | ১৮:৩৪ | আপডেট: ১১ এপ্রিল ২০২৩ | ১৮:৩৪

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। মঙ্গলবার রাতে গণমাধ্যমে পাঠানোর বিবৃতিতে  নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তিলগ্নে সবসময় তিনি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। মজলুমের জন্য আলোকবর্তিকা হয়ে হাজির হতেন। ডা. জাফরুল্লাহর মৃত্যুতে বাংলাদেশ ও গণতন্ত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। 

তারা বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাঁকে ক্ষমা করে দেবেন এবং বেহেস্তের সর্বোচ্চ স্থানে আসীন করবেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান ক্বারী মুহাম্মদ আবু তাহের, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, ন্যাপ-ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম।

আরও পড়ুন

×