ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব: হাফিজ

ছয় মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব: হাফিজ

বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৯:৫৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ | ২০:৪৪

অন্তর্বর্তী সরকার আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন দেবে– এমনটাই প্রত্যাশা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে এ সময়ের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। 

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বরিশাল বিভাগ সমিতির উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের কমান্ডার, বাংলাদেশের প্রথম রাজবন্দি, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) এম.এ. জলিলের ৩৫তম মৃত্যুবার্ষিকী’উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এমন প্রত্যাশা ব্যক্ত করেন। 

মেজর হাফিজ বলেন, বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। রাজনীতির মাঠ খোলা আছে। ছাত্রসমাজ যদি রাজনীতি করতে চায়, তারা দল গঠন করে নির্বাচনে আসুক। এখন মুক্ত পরিবেশে দল গঠন করে জনগণের দ্বারপ্রান্তে এসে নির্বাচন করতে পারে তারা। জনগণ যাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেবে, আমরা মাথা পেতে তা মেনে নেব।

হাফিজ আরও বলেন, আমরা সংস্কারের কথা শুনছি; ভালো। সংস্কার করতে কোনো দোষ নেই। তবে সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে, সংস্কার তো চলতেই থাকবে। জনগণ কি ততদিন বসে থাকবে? ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। 

বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, বরিশাল বিমানবন্দর এম.এ. জলিলের নামে করা উচিত। যারা মুক্তিযুদ্ধ করেনি, তাদের নামে কী করে ক্যান্টনমেন্ট হয়? বরিশাল বিভাগে তাদের নামে যা কিছু আছে, সব বাতিল করতে হবে। কোনো ব্যক্তির নামে ক্যান্টনমেন্ট হতে পারে না। বাংলাদেশে ৫৩ বছরের রাজনীতিতে কেউ পালিয়ে যায়নি। কিন্তু ফ্যাসিবাদী হাসিনা (শেখ হাসিনা) এদেশে গুম, খুন ও হত্যার রাজনীতি করার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বরিশাল বিভাগ সমিতির সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার ও সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান। 

আরও পড়ুন

×