ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু

সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি। সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৫ | ১৯:৪৬

সংস্কার ও বিচারের নামে নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আজকে বাংলাদেশে তারুণ্যের সুনামি হচ্ছে। এই সমাবেশ গণতন্ত্রের বার্তা দিচ্ছে। গণতন্ত্রের বার্তা হচ্ছে নির্বাচন। গণতন্ত্রের পথ হলো নির্বাচন। নির্বাচন নিয়ে হেলাফেলা চলবে না। সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পেছানোর সুযোগ নেই। বিচারের কথা বলে রোডম্যাপ পেছানোর সুযোগ নেই।

আজ বুধবার নয়াপল্টনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে এসব কথা বলেন তিনি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এ সমাবেশ আয়োজন করে।

আমীর খসরু বলেন, সংস্কার নিয়ে বিএনপির আগে কেউ কথা বলেনি। সাত বছর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন-২০৩০ এর মাধ্যমে জাতির কাছে সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন। দুই বছর আগে ২৭ দফা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন তারেক রহমান। তারপর যারা মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তারা ৩১ দফা ঘোষণা করেছি। এখন কেউ কেউ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ঐক্যমত্য হয়নি বলে বক্তব্য দিচ্ছেন। কান পেতে শুনুন সেই সংস্কার করবে দেশের জনগণ। যতই গুরুত্বপূর্ণ হোক সেই সংস্কার ব্যালট-ভোটের মাধ্যমে হবে। আপনাদের মাধ্যমে হবে। আপনারা কে?

তিনি বলেন, বিচারের কথা বলছে। আমাদের মতো, বিএনপির মতো ক্ষতিগ্রস্ত কেউ হয়েছে? গুম-খুন, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন বেগম খালেদা জিয়া। জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনার পতনের জন্য দেশকে ঐক্যবদ্ধ করেছেন, সেনাপতির ভূমিকায় তারেক রহমান কাজ করেছেন। কারও বিচার করতে হলে সেটা বিএনপি করবে। বিচার অসম্পূর্ণ থাকলে সেটা বিএনপি করবে। কারণ আমাদের মতো এত ত্যাগ স্বীকার কেউ করেনি।

তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন না হলে এই লোকগুলো কোথায় থাকত? কেউ বিদেশে, কেউ যে চাকরি করছে সেখানে থাকত। আমরা থাকতাম জেলে না হয় ফাঁসির মঞ্চে। তোমাদের ওপর ভরসা নেই। বিচার বিএনপি করবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে হবে। সেই নির্বাচন বিলম্বিত করা হলে তরুণরা জবাব দেবে।

আরও পড়ুন

×