গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ২২:৫৩
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ও রাজনৈতিক দলগুলোর নিষ্ক্রিয়তায় লুম্পেন বখাটেরা মব সন্ত্রাস চালিয়ে সবখানে তাদের দৌরাত্ম্য প্রতিষ্ঠিত করছে। এই অবস্থা চলতে দিলে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে। কারও হঠকারিতা বা বাড়াবাড়ির কারণে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না।
শনিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় সাইফুল হক এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের সুনির্দিষ্ট ঘোষণা আসতে দেরি হলে এই নৈরাজ্যিক পরিস্থিতি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও বলেন, এসব হামলা-আক্রমণের ঘটনায় অভিযুক্তদের দলীয় পরিচয় বিবেচনায় না নিয়ে গ্রেপ্তার, কঠোর ব্যবস্থা ও আইনানুগ বিচার করতে হবে। মব সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ জোরদার করতে হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলার আহ্বায়ক ডা. মৃদুল বড়ুয়ার সভাপতিত্বে ও মহানগর সংগঠক আর ইউ হাবিবের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন দলের রাজনৈতিক পরিষদ সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সংগঠক বাবর চৌধুরী, ড. মোকতার হোসেন, কবি মাহমুদুল হাসান নিজামী, মিলন বডুয়া, জিএম মাহবুব, উসমান গনি, নূরুল ইসলাম, ইকবাল হোসেন, লাভলী দিও ক্যাথরিন, জনি বডুয়া প্রমুখ।
সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভার দ্বিতীয় পর্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম মহানগর কর্মিসভা অনুষ্ঠিত হয়।
- বিষয় :
- বিপ্লবী ওয়ার্কার্স পার্টি