ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

এখন নির্বাচন মানেই ভোট ডাকাতি: রিজভী

এখন নির্বাচন মানেই ভোট ডাকাতি: রিজভী

রুহুল কবির রিজভী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২১ | ০৯:৩৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এখন নির্বাচন মানেই ভোট ডাকাতি। চট্টগ্রামের মেয়র নির্বাচনেও তাই হচ্ছে। প্রতিদিন বিএনপির কোনো লোককে গ্রেপ্তার করছে, আর না হলে আওয়ামী লীগ-পুলিশ একসঙ্গে গিয়ে হামলা করছে। এই দৃষ্টান্ত সরকার স্থাপন করেছে।’

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উদ্যোগে তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব বলেন।

এ সময় টিকার নিবন্ধন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার আরেকটা জালিয়াতির সার্টিফিকেট চালু করেছে। যারা ভ্যাকসিন নেবে তাদের একটি সম্মতিপত্র বা অঙ্গীকারনামা দিতে হবে। তার নাম, তার বাবার নাম, মায়ের নাম, আইডি নাম্বার দিতে হবে। কারণ, ভ্যাকসিন নিয়ে কোনো কিছু হলে সরকার দায়ী থাকবে না।’

তিনি বলেন, ‘ভারত নিজে তাদের দেশের লোককে এই করোনার টিকা দিচ্ছে না। মার্চ মাসে ট্রায়াল করবে। আর বাংলাদেশের মানুষকে তারা তেলাপোকা, ব্যাঙ, গিনিপিগ মনে করে আমাদের উপর পরীক্ষা করছে। এ দেশে টিকা প্রয়োগ করে ওরা দেখবে যে, এরা বাঁচে না মরে, এরা অসুস্থ হচ্ছে না সুস্থ হচ্ছে। সেটা দেখে তারপরে নিশ্চিত হবে। এরপরে ভিআইপিরা দেবেন, এরপরে রাষ্ট্রপতি দেবেন, এরপরে প্রধানমন্ত্রী দেবেন।’

রিজভী বলেন, ‘যে সরকার মানুষের জীবন নিয়ে তামাশা করে, মানুষের বাঁচা-মরা দিয়ে তামাশা করে, সেই সরকার জনগণের সরকার নয়। এটা আমরা বার বার বলেছি। শুধু ভোটের ক্ষেত্রে নয়, মানুষের জীবন বাঁচানোর ক্ষেত্রেও ওরা তাচ্ছিল্য করেছে, ওরা উপহাস করেছে।’

সাংবাদিক রফিক মৃধার উদ্যোগে এবং সংগঠনের সভাপতি ক্রীড়া সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ সাংগঠনিক সম্পাদক আাবদুস সালাম আজাদ, খন্দকার মাশুকুর রহমান মাশুক প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×