ভোট ডাকাতির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের হুমকি জাপারও

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২১ | ০৭:৪৩
সব বিষয়ে সরকারের সুরে কথা বলে 'গৃহপালিত বিরোধী দলের' তকমা পাওয়া জাতীয় পার্টিও (জাপা) ভোট ডাকাতির অভিযোগ তুলেছে। এতদিন বিএনপি ও তার মিত্ররা নির্বাচনী ব্যবস্থা 'ধ্বংসের' জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে অভিযুক্ত করলেও চুপ ছিল জাপা। এবার তারাও একই অভিযোগ করল। দলটি বলেছে, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে কি না তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে।
সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন সম্পর্কে অবস্থান জানাতে মঙ্গলবার দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ভেঙে চুরমার করে দিয়েছে।’ জাপা নির্বাচন কমিশনের পদত্যাগ চায় কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘লাজ-লজ্জা থাকলে তাদেরই উচিত এ সিদ্ধান্ত নেওয়া।’
গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোট করে ভোটে অংশ নিয়েছে জাপা। আগের দুই সরকারে আওয়ামী লীগের শরিক ছিল দলটি। একাদশ সংসদ নির্বাচনে অভাবনীয় ফল করে বিএনপির প্রায় চারগুণ আসন পেয়ে সংসদে প্রধান বিরোধীদলের আসনে টানা দ্বিতীয়বারের মতো বসেছে।
এদিকে পাঁচ ধাপের পৌরসভা নির্বাচনে জাল জালিয়াতির অভিযোগ তুলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একই পথে যেতে পারে আওয়ামী লীগের দীর্ঘদিনের মিত্র জাপাও। এ বিষয়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন বাবলু সংবাদ সম্মেলনে বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে কি না তা আগামী প্রেসিডিয়াম সভায় সিদ্ধান্ত হবে।
২৩০টি পৌরসভার ১৮৫টিতে মেয়র পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ। প্রদত্ত ভোটের প্রায় ৬০ শতাংশ পেয়েছে। বিএনপি জিতেছে ১১টি। প্রায় ২১ শতাংশ ভোট পেয়েছে। দুই শতাংশেরও কম ভোট পেয়ে মাত্র একটি পৌরসভায় মেয়র পদে জিতেছে জাপার লাঙলের প্রার্থী। যদিও দলটির এমপি রয়েছেন এমন এলাকায় পৌরসভার সংখ্যা বিশের বেশি।
সম্প্রতি জাপা চেয়ারম্যান জিএম কাদের ঘোষণা দিয়েছেন, রাজনীতির মতো রাজনীতি করবেন। তোষামোদের রাজনীতি বাদ। এ বক্তব্যের এক সপ্তাহের মাথায় দলের মহাসচিব সংবাদ সম্মেলনে ভোট কারচুপির অভিযোগ করলেন সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, ‘আওয়ামী লীগ দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। চলমান স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী সন্ত্রাসীরা জিতেছে আর হেরেছে ভোটাররা। মানুষ ভোট দিতে না পেরে রাস্তায় কাঁদছে, তা মানা যায় না। মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে প্রয়োজনে জীবন দেবো কিন্তু মাথা নত করবো না।’
পৌর নির্বাচনের বড় একটি অংশ ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হয়েছে। জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘ইভিএমেও শতভাগ ভোট পড়ছে! যা কোনোভাবেই সম্ভব নয়। ইভিএমকে আওয়ামী ইভিএমে পরিণত করা হয়েছে। আওয়ামীতন্ত্র আর গণতন্ত্র এক সাথে চলতে পারে না।’
জাপা মহাসচিব বলেন, ‘ভোটের নামে প্রহসন না করে আওয়ামী লীগ প্রার্থীদের জয়ী ঘোষণা করে গেজেট করে দিলেই হয়। এতে যদি সন্ত্রাস, হানাহানী আর খুনোখুনি বন্ধ হয়! তাতে দেশ নৈরাজ্যকর অবস্থা থেকে মুক্তি পাবে।’
গত রোববার অনুষ্ঠিত নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে ভোট শুরুর তিন ঘণ্টার মাথায় বর্জন করেন জাপার মেয়র প্রার্থী সিদ্দিকুল আলম সিদ্দিক। এ বিষয়ে জাপা মহাসচিব জিয়াউদ্দিন বলেন, সৈয়দপুরে অবাধ ও সুষ্ঠু করতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদদ ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে অনুরোধ করেছিলেন। তারা সবাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস দিলেও মাঠের চিত্র ছিল উল্টো।
সংবাদ সম্মেলনে সিদ্দিকুল আলম বলেন, প্রথম দুই ঘন্টা তিনি প্রায় ১০ হাজার ভোট পেয়েছি। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি কত ভোট পেতো যা বুঝাই যাচ্ছে। আওয়ামী লীগ ভোট ডাকাতি করে নিজের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। জাতীয় পার্টির বিজয় কেড়ে নিয়েছে।
পাশে থাকা জাপা প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু বলেন, সৈয়দপুর পৌর নির্বাচন সুষ্ঠু করতে প্রধানমন্ত্রী ছাড়া সবাইকে অনুরোধ করা হয়েছিল, কিন্তু কাজ হয়নি। এই নির্বাচন 'হ্যাঁ-না' ভোটকেও ছাড়িয়ে গেছে।
সৈয়দপুরের এমপি জাপার ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগেই লাঙলের নেতা-কর্মীদের গ্রেফতার করা হয়। এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়।
নীলফামারীর আরেক এমপি মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তাণ্ডবে সব লন্ডভন্ড হয়ে গেছে। প্রহসনের নির্বাচন এদেশের মানুষ মেনে নেবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া, এটিইউ তাজ রহমান, ভাইস চেয়ারম্যান এইচএম আসিফ শাহরিয়ার প্রমুখ।
- বিষয় :
- গৃহপালিত বিরোধী দল
- জাতীয় পার্টি
- জাপা
- ভোট ডাকাতি