সরকার পুরোপুরি ব্যর্থ: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের /ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১ | ০৭:১১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২১ | ০৭:৩৯
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘সাম্প্রদায়িক সন্ত্রাস মোকাবিলায় এবং পূজায় নিরাপত্তা দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলাবাহিনী কেন ব্যর্থ হয়েছে তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সহিংসতা রোধেও সাফল্য নেই সরকারের।’
মঙ্গলবার কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জাপার আলোচনা সভা ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের।
তিনি বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ধংস হয়ে যাচ্ছে। সারা পৃথিবীতে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে। দুর্গাপূজায় কখনোই হামলার ঘটনা ঘটেনি। এখন কেন ঘটছে তাও অবশ্যই খতিয়ে দেখতে হবে। দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।’
জাপা চেয়ারম্যান বলেন, ‘উত্তেজনাকর পরিস্থিতিতে একজন প্রতিমন্ত্রী উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। কেউ যদি রাষ্ট্রধর্ম বাতিল করতে চায় জাপা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেবে না।’
সভায় উপস্থিত ছিলেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, মীর আবদুস সবুর আসুদ, সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি প্রমুখ।