ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উপজেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

উপজেলা পর্যায়ে বিএনপির বিক্ষোভ সমাবেশ শনিবার

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২২ | ০৭:১৯ | আপডেট: ০৪ মার্চ ২০২২ | ০৭:১৯

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশের সব উপজেলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ আগামীকাল শনিবার। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং উপজেলা পর্যায়ে ন্যায্যমূল্যে পর্যাপ্ত দ্রব্যসামগ্রী বিক্রির দাবিতে সারাদেশে ১১ দিনের কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করবে দলটি।

এর আগে শনিবার বিএনপির উদ্যোগে রাজধানীতে এবং সোমবার বিভাগীয় সদর ও মহানগরে সমাবেশ করা হয়। ২ মার্চ হয় জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ। এ ছাড়া আগামীকাল ৬ মার্চ ছাত্রদল, ৮ মার্চ যুবদল, ৯ মার্চ স্বেচ্ছাসেবক দল, ১০ মার্চ কৃষক দল, ১৪ মার্চ মহিলা দল ও ১৫ মার্চ তাঁতি দলের উদ্যোগে সারাদেশে বিক্ষোভ সমাবেশ হবে।

১২ মার্চ বিএনপির উদ্যোগে সারাদেশের ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে হাটবাজারে হাটসভা-পথসভা ও লিফলেট বিতরণ করা হবে।

আরও পড়ুন

×