আদিম অভ্যাস

প্রদীপ্ত মোবারক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৫:১১ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ০৫:২৭
কি আর প্রেম নয়...
বলো...
ছায়াপথ পেরিয়ে গুটিগুটি পথ হাটা।
বহু ঢং-এ খুনসুটি, আবিরের রূপ নিয়ে
শরীরে মমতার আঁচর।
যেন এক আশ্চর্য স্বপ্ন পূরণ।
অবর্ণনীয় রাত্রিতে ঝুমবৃষ্টির ন্যায়
সঁপেদেয় আত্মায়-শরীর।
এরপর অধিকার ভাগাভাগি।
শুরু হয় দোষ-গুণ, বিচার-দমন
আর ঝেড়ে ফেলা রীতির রেওয়াজ।
হঠাৎই বেজে ওঠে-
অনাকাঙ্ক্ষিত সাইরেন,
রেখে যায় উজ্জ্বল ক্ষত!
এরপরও...
শব্দ একটাই ভালোবাসি-ভালোবাসি।
এ এক আশ্চর্য আদিম অভ্যাস।
তবে- কি আর প্রেম নয় বলো।
- বিষয় :
- আদিম অভ্যাস