ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

শাহেদ আলীর নাম বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

শাহেদ আলীর নাম বাংলা সাহিত্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে

জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে এক আলোচনা সভায় বক্তারা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪ | ০০:২৩

অধ্যাপক শাহেদ আলীর সাহিত্যে সমাজ চিত্রিত হয়েছে, মানুষের দুঃখ-কষ্টের কথা রয়েছে। যতদিন বাংলা সাহিত্য থাকবে, বাংলা সাহিত্যের ইতিহাসে শাহেদ আলীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। প্রখ্যাত সাহিত্যিক ও ভাষাসৈনিক অধ্যাপক শাহেদ আলীর জীবন ও কর্ম নিয়ে আলোচনায় বক্তারা এমন কথা বলেছেন। 

শনিবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে আলোচনা সভা ও বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে ড. মোহাম্মদ একরামুল ইসলামের লেখা ‘বহুমাত্রিক বিশ্লেষণে জিবরাইলের ডানা’ ও সম্পাদিত ‘শাহেদ আলীর সাহিত্য চিন্তার মূল্যায়ন’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, ‘সাহিত্য হলো সমাজের দর্পণ। যে সাহিত্যে মানুষ নেই, সমাজ নেই, জীবন-জগৎ নেই আমি সেটিকে সাহিত্য মনে করি না। শাহেদ আলীর সাহিত্যে সমাজ চিত্রিত হয়েছে, মানুষের দুঃখ-কষ্টের কথা রয়েছে। যতদিন বাংলা সাহিত্য থাকবে, শাহেদ আলীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’

তমদ্দুন মজলিসের সহযোগিতায় ‘শাহেদ আলী-চেমন আরা ট্রাস্ট’ আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল করিম, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আশরাফ আল দীন, কবি জাকির আবু জাফর, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ একরামুল ইসলাম প্রমুখ। তমদ্দুন মজলিসের সভাপতি ড. মুহাম্মাদ সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।

আরও পড়ুন

×