নিজ ভূমে দুর্দান্ত খাজা, পাকিস্তানের ‘শ্রমিকের খাটুনি’

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২২ | ০৭:৪৪ | আপডেট: ১৩ মার্চ ২০২২ | ০৭:৪৪
সেই শৈশবে পাকিস্তান ছেড়েছেন উসমান খাজা। এখন তিনি পুরোদস্তুর অজি। তবু জন্মভূমির মাঠ-ঘাট-রাস্তা, আলো-বাতাস, সমাজ-সংস্কৃতি অনেক কিছুই ভুলে যাননি। পাকিস্তানের কন্ডিশনে অন্যদের মানিতে নিতে ঘাম ছুটলেও খাজা সাবলীল।
প্রথম টেস্টে ৯৭ রানের ইনিংসের পর করাচি টেস্টে প্রথম ইনিংসে তিনি খেলেছেন ১৬০ রানের ইনিংস। তার সংগে স্টিভ স্মিথ ৭২ রানের ইনিংস খেলেছেন। অ্যালেক্স কেরি ৯৩ রান করে সেঞ্চুরি বঞ্চিত হয়ে ফিরেছেন।
ছোট ছোট সংগ্রহ পেয়েছেন ডেভিড ওয়ার্নার (৩৬), নাথান লায়ন (৩৮) ও ক্যামেরুন গ্রিনরা (২৮)। তাদের ব্যাটিং দাপটে সিরিজের দ্বিতীয় টেস্টে দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৫০৫ রান তুলেছে সফরকারী অস্ট্রেলিয়া।
ব্যাট হাতে কর্তৃত্ব করে দ্বিতীয় টেস্ট তারা রেখেছে নিজেদের হাতে। অন্যদিকে পাকিস্তান বোলারদের টানা দ্বিতীয় দিন শ্রমিকের খাটুনি গেছে। অজিদের ৮ উইকেটের চারটি নিয়েছেন স্পিনাররা। দুটি নিয়েছেন পেসাররা।
শাহিন আফ্রিদি ৩০ ওভার হাত ঘুরিয়ে কোন উইকেট পাননি। হাসান আলী ২৪ ওভারে একটি ও ফাহিম আশরাফ ২১ ওভার হাত ঘুরিয়ে পেয়েছেন দুই উইকেট। স্পিনার সাজিদ খান ৫৪ ওভারে দুটি, নওমান আলী ৪৫ ও বাবর আজম চার ওভার বল করে একটি করে উইকেট নিয়েছেন।