ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

করাচি টেস্ট

নিজেদের ফাঁদে আটকা পাকিস্তান

নিজেদের ফাঁদে আটকা পাকিস্তান

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৯:০২ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৯:০২

মরা উইকেটে রাওয়ালপিন্ডিতে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ঐতিহাসিক টেস্টে হয়েছে। করাচি টেস্টও ওই পথে হাঁটছিল। প্রথম দু’দিন অজিদের ব্যাটিং দেখে আরেকটি নির্বিষ উইকেটও মনে হচ্ছিলো। তবে তৃতীয় দিন প্রাণ ফিরেছে ম্যাচে। নিজেদের পাতা ফাঁদে পা দিয়ে প্রথম ইনিংসে মাত্র ১৪৮ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

টস জিতে করাচি টেস্টে ব্যাটিং নেয় অস্ট্রেলিয়া। প্রথম দু’দিন দুর্দান্ত বোলিং করা দলটি তৃতীয় দিন প্রথম সেশনে ৯ উইকেটে ৫৫৬ রান তুলে অলআউট হয়ে যায়। এরপর এক সেশনের একটু বেশি ব্যাটিং করে মিশেল স্টার্ক, সুইপশনের তোপে অলআউট হয়েছে পাকিস্তান।

স্বাগতিকদের হয়ে বাবর আজম সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস খেলেন। এছাড়া ইমাম উল ও নওমান আলী ২০ করে ও শাহিন আফ্রিদি ১৯ রান যোগ করেন। বাঁ-হাতি পেসার স্টার্ক তিনটি ও লেগ স্পিনার সুইপশন নেন দুই উইকেট। এছাড়া নাথান লায়ন, প্যাট কামিন্স ও ক্যামেরুন গ্রিনউড একটি করে উইকেট নেন।

এর আগে প্রথম ইনিংসে উসমান খাজা ১৬০ রানের ইনিংস খেলেন। স্টিভ স্মিথ ৭২ রান যোগ করেন। অ্যালেক্স কেরির ব্যাট থেকে আসে ৯২ রানের ইনিংস। ডেভিড ওয়ার্নার (৩৬), লায়ন (৩৮), কামিন্স (৩৪) ও গ্রিনউড-স্টার্ক (২৮) ছোট ছোট রান যোগ করেন। প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে ফাহিম আশরাফ ও সাজিদ খান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন শাহিন আফ্রিদি, হাসান আলী, নওমান আলী ও বাবর আজম।

পাকিস্তানকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ১ উইকেটে ৮১ রান তুলেছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৭ করে ফিরে গেছেন। তবে উসমান খাজা ৩৫ ও লাবুশানে ৩৭ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন শেষ করেছেন। সফরকারীদের লিড বেড়ে দাঁড়িয়েছে ৪৮৯। দুর্দান্ত কিছু না করলে করাচি টেস্টে হার দেখছে পাকিস্তান। 

আরও পড়ুন

×