ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বুক চিতিয়ে টেস্ট বাঁচালেন বাবর-রিজওয়ান

বুক চিতিয়ে টেস্ট বাঁচালেন বাবর-রিজওয়ান

দুর্দান্ত লড়াই করে টেস্ট বাঁচিয়েছেন বাবর-রিজওয়ান। ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মার্চ ২০২২ | ০৭:০১ | আপডেট: ১৬ মার্চ ২০২২ | ০৭:০১

‘তাল গাছের আড়াই হাত’ প্রবাদটি টেস্ট ক্রিকেটের সঙ্গে বেশ সামঞ্জস্যপূর্ণ। সারা দিন পাড়ি দিয়েও শেষটা আর কাটে না। গোধূলি লগ্নে সূর্য মাথা নত করলে ব্যাটও যেন ধার হারায়। ‘ঠিক সন্ধ্যে নামার আগে’ করাচি টেস্টের ভাগ্যেও গোধূলি লগ্নের মতো মায়াবি এক রঙ ধারণ করেছিল। বুক চিতিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর আজম লড়াই করার পরও হারের ভয় ভর করেছিল স্বাগতিকদের মনে। তবে মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত দৃঢ়তা দেখিয়ে দলকে জয়ের সমান এক ড্র এনে দিয়েছেন।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৪৮ রানে অলআউট হয় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ঘাড়ের ওপর ৫০৫ রানের পাহাড়সম লক্ষ্য নিয়ে। সঙ্গে প্রায় দেড় দিন ব্যাটিং করার চ্যালেঞ্জ। ব্যাটে নেমেই ফিরে যান ইমাম উল (১) ও আজহার আলী (৬)। এরপর বাবর আজম ও আব্দুল্লাহ শফিকের দৃঢ়তা। শেষ দিন লাঞ্চের ঠিক আগে ভাঙে ওই জুটি। ব্যক্তিগত ৯৬ রান করে ২২৮ রানের জুটি দিয়ে ফেরেন পাকিস্তান ওপেনার। তিনি ৩০৫ বলের মুখোমুখি হন।

অসাধারণ ইনিংস খেলা বাবরকে অজিদের অভিবাদন। ছবি: টুইটার

এরপর ক্রিজে এসে ফিরে যান ফাওয়াদ আলম (৯)। তবে রিজওয়ানকে নিয়ে আবার উইকেট কামড়ে দাঁড়িয়ে যান অধিনায়ক বাবর। কিন্তু শেষ সেশনের শেষ দিকে তিনি ফিরে যান ক্যারিয়ার সেরা ১৯৬ রানের ইনিংস খেলে। ডানহাতি ব্যাটার ৪২৫ বলের মুখোমুখি হন। ২১ চারের সঙ্গে মারেন একটি ছক্কা। অজি স্পিনার নাথান লায়ন ঠিক পরের বলেই তুলে নেন ফাহিম আশরাফকে। এরপরেই স্পিনার সাজিদ খান (৯) আউট হন। ম্যাচের ভাগ্য ঝুলে যায় শেষ দশ ওভারের ওপর।

নওমান আলীকে নিয়ে ওই দশ ওভার পাড়ি দিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ান। তিনি খেলেছেন হার না মানা ১০৪ রানের ইনিংস। মুখোমুখি হয়েছেন ১৭৭ বলের। ১১টি চারের সঙ্গে একটি ছক্কা তোলেন তিনি। সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে রান আউটের ফাঁড়া যায় তার। নওমান আলী মুখোমুখি হন ১৮ বলের। কোন রান তিনি করেননি। তবে তার ওই টিকে থাকার স্বস্তি ফিফটি পাওয়ার চেয়ে কোন অংশে কম নয়।

বাবর আজমের ইনিংস ভক্তদের সঙ্গে মন জিতেছে অজিদের। ছবি: টুইটার

এর আগে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে। জন্মভূমিতে ফিরে অজি ওপেনার উসমান খাজা ১৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। স্টিভ স্মিথের ব্যাট থেকে আসে ৭২ রান। এছাড়া অ্যালেক্স কেরি ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। সফরকারীদের হয়ে প্রথম ইনিংসে মিশেল স্টার্ক তিন উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে নাথান লায়ন নিয়েছেন চার উইকেট। দুই ম্যাচ শেষে তিন টেস্টের সিরিজ ০-০ ব্যবধানে সমতায় আছে। 

আরও পড়ুন

×