ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

তাসকিনের প্রশংসায় পঞ্চমুখ হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ০৫:১৯ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ০৫:১৯

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। বল হাতে শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে বড় অবদান রেখেছেন তাসকিন আহমেদ। এরপর এই ডানহাতি পেসারকে নিয়ে আশার কথা শুনিয়েছেন ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।

তাসকিনের প্রশংসায় টুইটারে এক পোস্টে হার্শা বলেন, 'আমি আগেও বলেছি, তাসকিন ও চামিরা যথাক্রমে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে কীভাবে নেতৃত্ব দিতে পারে। কারণ, তাদের পেস আছে। তাদের এভাবে আরও বেশি খেলা উচিত। আশা করি, তাসকিন যে প্রতিশ্রুতি দেখিয়েছে, তা পূরণ করতে পারবে। তাসকিন তার জাতীয় দলের খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়।'

বাংলাদেশ দলের পেস বোলিং আক্রমণকে অনেকটা সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তাসকিন। বল হাতে ১০ ওভারে ৩৬ রান খরচায় ৩ উইকেট নেন তিনি।

যে প্রোটিয়াদের বিপক্ষে তাদের মাঠে জয় পায়নি এর আগে কখনো, সেই দক্ষিণ আফ্রিকাকেই তাদের মাঠে হারিয়ে দিল বাংলাদেশ। ব্যাটিংয়ে সাকিব, লিটন, ইয়াসিরসহ বাকিদের পারফরম্যান্সের পর বল হাতে জ্বলে উঠেছেন মেহেদী হাসান মিরাজও। যার ফলে  ৩৮ রানে জয় পেয়ে সিরিজে ১-০-তে এগিয়ে গেল সফরকারীরা।

আরও পড়ুন

×