শুধু সিরিজ জয় নয়, মিরাজের স্বপ্ন আরো বড়
-samakal-62360ad74e1b4.jpg)
মেহেদি হাসান মিরাজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মার্চ ২০২২ | ১০:৫৪ | আপডেট: ১৯ মার্চ ২০২২ | ১০:৫৪
সিরিজ জয়ের স্বপ্ন নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে গেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচের জয়ে বড় অবদান রাখা মেহেদী হাসান মিরাজ জানান, তাদের স্বপ্ন আরও অনেক বড়। শুধু বিদেশে সিরিজ জয় নয়, এশিয়া কাপ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে বাংলাদেশ দল।
আগে কোনো সংস্করণেই দেশ দুটিতে স্বাগতিকদের বিপক্ষে জয় ছিল না বাংলাদেশের। হারের বৃত্ত ভাঙা দল নিয়মিতই করতে চায় ভালো পারফরম্যান্স। রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আগের ম্যাচের জয়ের নায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন সিরিজ জয়ের লক্ষ্যের কথা।
শনিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মিরাজ জানালেন, তিনি শুধু দক্ষিণ আফ্রিকায় সিরিজ জয়ের স্বপ্নই দেখেন না, তার স্বপ্নের পরিধি আরো বড়।
মিরাজ জানালেন, 'স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো এগোনো যায় না। আমাদের সবার স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ জিততে চাই।'
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৮ রানের জয়ে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হচ্ছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যেই নামবে টাইগাররা। জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
- বিষয় :
- মেহেদি হাসান মিরাজ
- বাংলাদেশ
- দক্ষিণ আফ্রিকা