ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

আফগানিস্তানের ব্যাটিং কোচের দায়িত্বে ইউনিস খান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ০৩:৪৩ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ০৩:৪৩

উমর গুলের পর আফগানিস্তানের কোচিং ইউনিটে যুক্ত হলেন আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান। গুলকে বোলিং কোচের দায়িত্ব দেওয়ার একদিনের মাথায় ব্যাটিং কোচ হিসেবে ইউনিসের নাম ঘোষণা করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আরব আমিরাতে শুরু হওয়া বিশেষ অনুশীলন সেশনে যোগ দেয়ার কথা রয়েছে সদ্য দায়িত্বপ্রাপ্ত এই দুই পাকিস্তানি কোচের।

এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন এসিবির সিইও নসিব খান। তিনি বলেন, 'এই ক্যাম্প ক্রিকেটারদের সব বিভাগে উন্নতি করার ও ভবিষ্যৎ প্রতিযোগিতার জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার একটি দুর্দান্ত সুযোগ। আন্তর্জাতিক ক্রিকেটে ইউনিস খান ও উমর গুলের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। আমি নিশ্চিত তারা আফগান ক্রিকেটারদের উন্নতিতে ভূমিকা রাখবে। ব্যাটিং ও বোলিং এতদিন যে ঘাটতি ছিল তা তারা কাটিয়ে উঠবে।'

আসন্ন আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে আফগান ক্রিকেটে বেশ কিছু পরির্বতন এনেছে এসিবি। ইংল্যান্ডের সাবেক ব্যাটার গ্রাহাম থর্পকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর একে একে বোলিং ও ব্যাটিং কোচ ও নিয়োগ দিয়েছে এসিবি।

আরও পড়ুন

×