ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঢাকায় আসেনি মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া

ঢাকায় আসেনি মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২ | ২৩:২১ | আপডেট: ১০ এপ্রিল ২০২২ | ২৩:২১

সবকিছু ঠিকঠাক। দুই দেশের দুই ক্লাবের ফুটবল লড়াইয়ের জন্য প্রস্তুত সিলেট জেলা স্টেডিয়াম। এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড টু খেলতে গতকাল ঢাকায় আসার কথা ছিল মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। কিন্তু বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়েছে দলটির ফুটবলার ও কর্মকর্তাদের। যে কারণে রোববার বাংলাদেশে আসতে পারেননি তারা। ঠিক কী কারণে মালদ্বীপ ছাড়তে পারেনি ক্লাব ভ্যালেন্সিয়া দল, তা অফিসিয়ালিভাবে জানা যায়নি। 

তবে বিশ্বস্ত কয়েকটি সূত্র জানিয়েছে যে, মালে বিমানবন্দরে করোনা পরীক্ষায় দলটির বেশ কয়েকজন পজিটিভ হয়েছেন। যে কারণে তাদের ফ্লাইট বাতিল করা হয়। এ অবস্থায় আগামীকাল সিলেটে ঢাকা আবাহনীর বিপক্ষে ভ্যালেন্সিয়ার ম্যাচটি না হওয়ার সম্ভাবনাই বেশি।

বর্তমানে সিলেটে অবস্থান করছে ঢাকা আবাহনী লিমিটেড। শিষ্যদের নিবিড় অনুশীলন করাচ্ছেন কোচ মারিও লেমোস। কিন্তু ম্যাচ শুরুর এক দিন আগে ভ্যালেন্সিয়ার না আসার খবরটি ধাক্কা দিয়েছে আবাহনী শিবিরে। কারণ গত মৌসুমে করোনার কারণে খেলতে না পারায় এএফসি কাপের গ্রুপ পর্বে ওঠার লড়াইয়ে নামতে পারেনি আকাশি-নীল জার্সিধারীরা। যদিও এবারের সমস্যাটি সম্পূর্ণ মালদ্বীপ ক্লাব ভ্যালেন্সিয়ার। তাই মঙ্গলবারে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ড টুর ম্যাচটি না হলে আবাহনীর প্লে-অফে উঠে যাওয়ার কথা।

আরও পড়ুন

×