ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আইসিসির চোখে বাংলাদেশের টেস্ট জয় আপসেট

আইসিসির চোখে বাংলাদেশের টেস্ট জয় আপসেট

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:৩৯ | আপডেট: ১৯ এপ্রিল ২০২২ | ০৪:৩৯

আইসিসির টেস্ট অলরাউন্ডার তালিকায় এতদিন বাংলাদেশি বলতে শুধু সাকিব আল হাসানই ছিলেন। তবে এবার আইসিসি চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা অলরাউন্ড পারফরম্যান্সের যে তালিকা করেছে, তাতে সাকিব নন, নাম এসেছে টেস্ট অধিনায়ক মুমিনুল হকের।

গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ে মুমিনুলের অলরাউন্ড পারফরম্যান্সকে আইসিসি সেরা পাঁচে রেখেছে। ওই টেস্টে ২৪৪ বলে ৮৮ রান করেছিলেন মুমিনুল, বল হাতে শিকার করেছিলেন কনওয়ে ও হেনরি নিকোলসের উইকেট।

আইসিসির পর্যবেক্ষণে অধিনায়কের এই অলরাউন্ড পারফরম্যান্সেই সেদিন নিউজিল্যান্ডকে ঘরের মাঠ ৮ উইকেটে হারিয়ে ‘আপসেট’ ঘটিয়েছিল বাংলাদেশ, হ্যাঁ- এই ‘আপসেট’ শব্দটিই ব্যাবহার করেছে সংস্থাটি। এই আপসেটের দ্বিতীয় তালিকায় তারা রেখেছে গত আগস্টে কিংসটনে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেটে জয়ের ঘটনাটি।

মাত্রই শেষ হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সংস্করণের প্রথম মৌসুম (২০২১-২০২২)। দু’বছর মেয়াদি এই টুর্নামেন্টের দ্বিতীয় মৌসুম (২০২২-২০২৩) শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট দিয়ে। তার আগে গত এক মৌসুমের পারফরম্যান্সগুলো পর্যালোচনা করেছে আইসিসি।

সেখানে সেরা পাঁচ অলরাউন্ড পারফরম্যান্সের প্রথমে রয়েছে গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের রবীন্দ্র জাদেজার ব্যাট হাতে ১৭৫ রানের অপরাজিত ইনিংস এবং দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার। দুইয়ে রয়েছে ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিউই পেসারের ৭ উইকেট শিকার এবং এবং এগারো নম্বর ব্যাটিংয়ে নেমে ৫৮ রান তোলার ঘটনা।

অলরাউন্ড পারফরম্যান্সের তিনে রয়েছে গত সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের শার্দুল ঠাকুরের ৫৭ রান তোলা এবং তিন উইকেট শিকার করা। চারে রয়েছে দক্ষিণ আফ্রিকান স্পিন অলরাউন্ডার কেশব মহারাজের বাংলাদেশের বিপক্ষে পোর্ট এলিজাবেথে ব্যাট হাতে ৮৪ রান এবং দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট শিকারের পারফরম্যান্সটি।

টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ এবং সবার শেষে ইংল্যান্ড। তিনটি সিরিজে মোট ৬টি টেস্ট খেলে ১২ পয়েন্ট পেয়েছে মাত্র বাংলাদেশ।

আরও পড়ুন

×