ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শেষ অঙ্ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২২ | ০২:১৮ | আপডেট: ২০ এপ্রিল ২০২২ | ০২:১৮
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ে গেছে মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজি। তাই বলে লিগ 'ওয়ান' এ তাদের দাপটের কোনো কমতি নেই। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া আরেক জায়ান্ট বায়ার্ন মিউনিখ টানা দশম বুন্দেসলিগা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। লা লিগায় চলছে রিয়াল মাদ্রিদের দাপট। চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ওঠা ক্লাবটি লিগ শিরোপার লড়াইয়েও অনেক এগিয়ে। তবে ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্ট পিছিয়ে লিভারপুল। লিগে দুই দলেরই ৭টি করে ম্যাচ বাকি। লিগের একেবারে শেষ দিন পর্যন্ত প্রিমিয়ার লিগে লড়াই চলবে বলে আশা বোদ্ধাদের। দু'দলই আবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠেছে। ইউরোপের সেরা লিগগুলোর শেষ মুহূর্তের অবস্থা নিয়ে এই পর্যালোচনা।
সিটি বনাম লিভারপুল লড়াই
বিরাট এক অর্জনের সামনে দাঁড়িয়ে লিভারপুল। চলতি মৌসুমে সামনের ১১টি ম্যাচ জিতলে ঐতিহাসিক 'কোয়াড্রোপুল' ঘরে তুলবে তারা। এর মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিমিয়ার লিগে। সাতটি ম্যাচ জেতার পাশাপাশি শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোর অপেক্ষাও করতে হবে তাদের। তাদের চেয়ে এক পয়েন্ট এগিয়ে সিটি। পেপ গার্দিওলার শিষ্যদেরও বাকি সাত ম্যাচ। সিটি যদি সাত ম্যাচ জিতে নেয়, তাহলে নিজেদের সব ম্যাচ জিতেও কাজ হবে না লিভারপুলের। বাকি সাত ম্যাচের মধ্যে লিভারপুলের প্রতিপক্ষ আবার তুলনামূলক কঠিন। গতকাল রাতেই তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার কথা।
শিরোপার কাছাকাছি রিয়াল
আরও একটি লা লিগা শিরোপার কাছাকাছি পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। সোমবার রাতে কাদিজের কাছে বার্সেলোনার পরাজয়ে তাদের পথটা আরও সহজ হয়ে গেছে। গতকাল রিয়াল বস কার্লো আনচেলত্তি পরিস্কার করেই বলেছেন, 'যদিও লড়াই এখনও শেষ হয়ে যায়নি, তবে আমরা লা লিগা শিরোপার খুব কাছাকাছি পৌঁছে গেছি।' ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল। বার্সেলোনা, সেভিয়া ও অ্যাতলেটিকো মাদ্রিদ তাদের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে। যদিও বার্সার হাতে একটি ম্যাচ রয়েছে। রিয়ালের ম্যাচ বাকি ৬টি। আজ ওসাসুনার বিপক্ষে জিতলেই শিরোপার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে যাবেন বেনজেমা-ভিনিসিয়ুসরা। অবশ্য আর দুই দিন পরই রিয়ালের শিরোপা নিশ্চিত হয়ে যেতে পারে। না হলে ৮ মে ওয়ান্ডা মেট্রোপলিটানোতে অ্যাতলেটিকোকে হারালেই চ্যাম্পিয়ন রিয়াল। মোদ্দাকথা, লা লিগা শিরোপা রিয়ালের হাতের নাগালে চলে এসেছে।
আজ চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়লেও লিগ ওয়ানে পিএসজির দাপট অব্যাহত রয়েছে। গত রোববার ঘরের মাঠে ২-১ গোলে মার্শেইকে হারিয়ে লিগ শিরোপার দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন মেসি-নেইমার-এমবাপ্পেরা। মোরিসিও পচেত্তিনোর দলের লিগ ওয়ান জয় এখন কেবল সময়ের ব্যাপার। ৩২ ম্যাচে পিএসজির পয়েন্ট ৭৪, দ্বিতীয় স্থানে থাকা মার্শেই ১৫ পয়েন্ট পিছিয়ে। আজ বুধবার রাতে মার্শেই যদি নঁতেকে হারাতে না পারে এবং পিএসজি যদি অঁজিকে হারিয়ে দেয়, তাহলে দশমবারের মতো লিগ ওয়ান শিরোপা নিশ্চিত হয়ে যাবে প্যারিস জায়ান্টদের।
টানা দশের সামনে বায়ার্ন
বুন্দেসলিগায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে বায়ার্ন মিউনিখ। রোববার তারা আর্মেনিয়া বিয়েলফিল্ডকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। এ ম্যাচের পর সমীকরণ এমন দাঁড়িয়েছে, আগামী শনিবার বরুশিয়া ডর্টমুন্ডকে হারাতে পারলে টানা দশম বুন্দেসলিগা জয়ের বিরল এক রেকর্ড করবে বায়ার্ন মিউনিখ।