ডর্টমুন্ডকে হারিয়ে বায়ার্নের টানা দশম লিগ জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২ | ০০:১৫ | আপডেট: ২৪ এপ্রিল ২০২২ | ০০:১৫
জার্মান বুন্দেসলিগকে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা বায়ার্ন মিউনিখ আরো একটা শিরোপা ঘরে তুললো। এবার তিন ম্যাচ হাতে রেখেই টানা দশমবারের মত চ্যাম্পিয়ন হলো দলটি। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চিরপ্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারায় মুলাররা। সব মিলিয়ে এটি বায়ার্নের ৩১তম বুন্দেসলিগার শিরোপা।
শনিবার রাতে ম্যাচের ১৫ মিনিটে সার্জ জিনাব্রির গোলে এগিয়ে যায় বায়ার্ন। কিমিচের কর্নারে গোরেতজকার পা ছুঁয়ে এজ অফ দ্যা বক্স থেকে গতির শটে জাল খুঁজে নেন জার্মান এই ফুটবলার। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লেভান্ডোভস্কি।
৫৩ মিনিটে পেনাল্টি থেকে এমরে চানের গোল ব্যবধান ২-১ করে বরুশিয়া ডর্টমুন্ড। খেলা শেষ হওয়ার আগে দিয়ে ৮৩ মিনিটের সময় স্কোরশিটে নাম তুলে বায়ার্নের সহজ জয় নিশ্চিত করেন জামাল মুসিয়ালা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। আর সেই সঙ্গে নিশ্চিত হয় ৩১তম বুন্দেসলিগাও।
লিগে ৩১ ম্যাচে ২৪ জয় ও তিন ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৭৫। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে রানার আপ হবার পথে বরুশিয়া ডর্টমুন্ড।
জার্মান কাপ থেকে অনেক আগেই ছিটকে পড়া বায়ার্ন এ মাসেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে হেরে বসে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে। বুন্দেসলিগা জয়ের মধ্যে দিয়ে সেই হতাশায় কিছুটা হলেও প্রলেপ দিতে পারল নাগেলসমানের দল।
- বিষয় :
- বুন্দেসলিগা
- বায়ার্ন মিউনিখ
- ফুটবল
- চ্যাম্পিয়ন