ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ম্যানইউ ছেড়ে ম্যানসিটি যাচ্ছেন পগবা!

ম্যানইউ ছেড়ে ম্যানসিটি যাচ্ছেন পগবা!

পল পগবা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২২ | ০৭:০৭ | আপডেট: ২৪ মে ২০২২ | ০৬:৫১

দলবদলের ইতিহাসের কালো তালিকায় নাম তুলতে যাচ্ছেন পল পগবা। আগামী গীষ্মে ফ্রি এজেন্টে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখাতে চান তিনি।

সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে, শকিং এই দলবদলে কোনো আপত্তি নেই ফ্রান্স মিডফিল্ডার পগবার। বরং প্রিমিয়ার লিগে থেকে যাওয়ার এবং মোটা বেতনের লোভে তিনি পিএসজি এবং জুভেন্টাসের প্রস্তাব উপেক্ষা করতে পারেন।

চলতি মৌসুম শেষে ইতিহাদ ছাড়বেন বলে ঘোষণা দিয়েছেন চুক্তি শেষ হতে যাওয়া ম্যানসিটির ৩৬ বছর বয়সী ব্রাজিলিয়ান হোল্ডিং মিডফিল্ডার ফার্নানদিনহো। তার বিকল্প হিসেবে পগবাকে চান সিটিজেন কোচ পেপ গার্দিওয়ালা।

ম্যানসিটির প্রথম পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্য স্পেনের রদ্রি। পগবার তাই শুরুর একাদশে জায়গা অনিশ্চিত জেনেই ইতিহাদে আসতে হবে। তবে নাম্বার সিক্স অর্থাৎ ডিফেন্সিভ মিডফিল্ডার এবং নাম্বার এইট বা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতে পারার কারণে নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ২৯ বছর বয়সী এই বিশ্বকাপ জয়ী তারকা।

আরও পড়ুন

×