মাঠে ফিরেছেন কুশল মেন্ডিস
-samakal-628c65aa40eee.jpg)
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২২ | ২২:৫৭ | আপডেট: ২৩ মে ২০২২ | ২২:৫৭
বুকের ব্যথা নিয়ে প্রথম দিন লাঞ্চের আগে মাঠ ছাড়া কুসল মেন্ডিস দ্বিতীয় দিনের সকালেই মাঠে ফিরেছেন।
আগের দিন ২৩তম ওভারে হুট করে বসে পড়েন কুসল মেন্ডিস। দৌড়ে আসেন শ্রীলঙ্কা দলের ফিজিও। পরে পরীক্ষার জন্য সরাসরি তাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসকদের কক্ষে। পুরোটা সময় এক হাতে বুক চেপে ধরেছিলেন মেন্ডিস।
বুক চেপে মাঠ ছাড়ায় শঙ্কা জেগেছিল হৃদরোগ কিনা। মাঠ থেকে প্রাথমিক পর্যবেক্ষণ করে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। সেখানে পরীক্ষার পরে জানা গেছে খারাপ কিছু হয়নি কুশলের।
- বিষয় :
- কুশল মেন্ডিস
- বাংলাদেশ
- শ্রীলঙ্কা