ব্রাডম্যানের সম্মানে ইনিংস ঘোষণা তামিমদের?

ঘরোয়া ক্রিকেটে তামিমের ট্রিপল সেঞ্চুরি। ছবি: বিসিবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ০৩:৩৮ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২০ | ০২:৩৫
ইনিংসটা আরও বাড়িয়ে নিতে পারতেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি এবং সর্বোচ্চ রানের ইনিংস খেলে আগেই রেকর্ড গড়ে ফেলেন তামিম। থামেন ৩৩৪ রানের ইনিংস খেলে। আর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান ৩১৯। তামিম তাহলে ৩৩৪ রানেই কেন থামলেন। মুমিনুল কেন ওই সময় ইনিংস ঘোষণা করলেন।
বিসিএলের অষ্টম পর্বের তৃতীয় দিনের খেলা এখনও চলছে। ট্রিপল সেঞ্চুরিয়ান তামিম কিংবা ইস্ট জোনের অধিনায়ক মুমিনুলের মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যানের সম্মানে তামিম হয়তো ৩৩৪ রান করেই থামলেন।
টেস্টে রেকর্ড ৯৯.৯৪ গড়ে ক্যারিয়ার শেষ করা স্যার ডন ব্রাডম্যানের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ ইনিংস ৩৩৪ রানের। ঘরোয়া ক্রিকেটে অবশ্য তার ৪৫২ রানের ইনিংস আছে। তামিম হয়তো ব্রাডম্যানের আন্তর্জাতিক সর্বোচ্চ রানের ইনিংসের কথা মাথায় নিয়েই থামার সিদ্ধান্ত নেন।
ক'দিন আগে অস্ট্রেলিয়ার হয়ে পাকিস্তানের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত এক ইনিংস খেলে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি তুলে নেন তিনি। ওয়ার্নার ওই ম্যাচে স্যার ডন ব্রাডম্যান এবং মার্ক টেইলারের ৩৩৪ রানের রেকর্ড ভেঙেই থামেন। ওয়ার্নার ওই ম্যাচে করেন হার না মানা ৩৩৫ রানের ইনিংস।
তার সামনে সুযোগ ছিল অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলা ম্যাথু হেইডেনের ৩৮০ রান ছাড়িয়ে যাওয়ার। সুযোগ ছিল ব্রায়ান লায়ার রেকর্ড ৪০০ রানের ইনিংসের পেছনে ছোটার। কিন্তু অজি অধিনায়ক টিম পেইন তার আগেই ইনিংস ঘোষণা করে দেন। ডন ব্রাডম্যান, মার্ক টেইলর কিংবা লারাদের প্রতি সম্মান জানিয়ে ইনিংস ঘোষণা করেছেন বলেই মনে করেন অনেকে। যদিও টিম পেইন এবং ওয়ার্নার জানান, ম্যাচ জয়ের কথা মাথায় রেখে তারা ইনিংস ঘোষণার সিদ্ধান্ত নেন ওই ম্যাচে।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- বাংলাদেশ
- তামিম
- ট্রিপল সেঞ্চুরি