ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

কখনও ভাবিনি ৩০০ করবো: তামিম

কখনও ভাবিনি ৩০০ করবো: তামিম

দেশের প্রথম তিনশ' রান করা রকিবুল হাসান কেক খাইয়ে দেন নতুন ট্রিপল সেঞ্চুরিয়ান তামিম ইকবালকে- বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ২১:১৬ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০ | ২২:০৩

প্রথম শ্রেণির ক্রিকেটে এতদিন ট্রিপল সেঞ্চুরি ছিল কেবল রকিবুল হাসানের। রোববার দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়লেন তামিম ইকবাল। বিসিএলে ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে হার না মানা ৩৩৪ রান করেন ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের এ ওপেনার।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে তামিম বলেন, ত্রিশতক ইনিংসকে হৃদয়ে ধারণ করে রাখবেন তিনি।

 এ মুহূর্তে আপনার অনুভূতি কেমন?

তামিম: অবশ্যই এটা বিশেষ অনুভূতি। সত্যি কথা বলতে, আমি কখনও চিন্তা করিনি যে, ট্রিপল সেঞ্চুরি করব। স্বপ্ন সবারই থাকে, তবে এই ম্যাচেই হয়ে যাবে ভাবিনি। আমার রানের চেয়েও বেশি আনন্দের ছিল যেভাবে ব্যাট করেছি। আশা করি এই ফর্ম ধরে রাখতে পারব।

কতটা পরিকল্পিত ইনিংস।

তামিম: উইকেট খুব ভালো ছিল। স্পিন বা আন ইভেন ছিল না। আমি খুব সাধারণ থাকার চেষ্টা করেছি এবং পেরেছি। ৩০০ রান করার পর কিছু সুযোগ নিয়েছি। পুরো ইনিংসে একবারও মনে হয়নি আমাকে বিশেষ কিছু করতে হবে। আমি ক্রিকেটিং শট খেলে গেছি।

কখন মনে হয়েছে ট্রিপল সেঞ্চুরি করতে পারেন?

তামিম: ২৮০ রান হওয়ার পর এটা নিয়ে চিন্তা করা শুরু করি। আমার কাছে মনে হচ্ছিল তিনশ' নিয়ে বেশি চিন্তা করলে ব্যাটিং পরিকল্পনায় বিঘ্ন ঘটবে। আমি খেলাটাকে খুব সাধারণ রাখার চেষ্টা করেছি, আর সেটাই পক্ষে এসেছে।

দ্বিতীয় দিন শেষ করেন ২২২ রানে। তৃতীয় দিনের উইকেট কেমন ছিল?

তামিম: তৃতীয় দিনে একটু উনিশ-বিশ হচ্ছিল উইকেটে। দ্বিতীয় দিনের উইকেট বেশ ভালো ছিল। তৃতীয় দিনে ওরকম বাউন্ডারিও পাচ্ছিলাম না। সে কারণে সিঙ্গেলস, ডাবলসের দিকে নজর দিচ্ছিলাম। টেস্ট ক্রিকেটে এই সুবিধা পাওয়া যায়- যখন ফিল্ডার বিট করেন তখন সিঙ্গেলস ডাবলস পাওয়া যায়। আমি সবসময় রান তোলায় মন দিচ্ছিলাম।

রকিবুল তো প্রতিপক্ষ দলেই ছিলেন, স্লেজিং করেননি?

তামিম: স্লেজিং করেনি (রকিবুল), তবে দোয়া তো নিশ্চয়ই করেছে (হাসি)।

আরেকটু ব্যাট করলেই তো সাড়ে তিনশ' হতো...

তামিম: ইনিংস ঘোষণার আগে আমি মারার চেষ্টা করছিলাম। ওভারের শেষ বলটা আমি ছয় মারতে পারলে ৩৫০ থেকে ১০ রান দূরে থাকতাম। তবে কী, ৩০০ বা ৪০০ করেন দিন শেষে দল না জিতলে রান কোনো ম্যাটার করে না। ইনিংস ঘোষণা করে আমরা সঠিক সিদ্ধান্তই নিয়েছি। ওদের ৩ উইকেট পড়েছে। বাকি সাত উইকেট তুলে নিতে কাল আমাদের কষ্ট করতে হবে।

এই ইনিংসটা কি আপনার কাছে বিশেষ কিছু?

তামিম: এটা স্পেশাল ইনিংস। যে কোনো প্রতিপক্ষের বিরুদ্ধেই হোক এবং যে লেভেলেই হোক, ৩০০ করা খুব কঠিন। সহজ হলে প্রতি মাসে কেউ একজন ৩০০ করত। তাই বলব, এই ইনিংস খুবই স্পেশাল। নিশ্চিতভাবেই আমার হৃদয়ের বিশেষ জায়গায় থাকবে।

ক্যারিয়ারে কখনও কি ভেবেছেন তিনশ' করবেন?

তামিম: আমি কখনোই ভাবিনি ৩০০ করতে হবে। তবে আমি যখনই চিন্তা করতাম রকিবুলের ব্যাপারে যে, আমাদের একজনই ৩০০ রানের ইনিংস খেলেছে- ভাবতাম কত ধৈর্য। ৩০০ করা তো সহজ না। সাধারণত আমাদের উইকেট স্লো থাকে, স্পিনিং থাকে। ৩০০ করা একটু কঠিন হয়ে যায়। ফাস্ট উইকেট, আউটফিল্ড ফাস্ট থাকলে তুলনামূলক সহজ হয়। আমি অবাক হতাম, রকিবুল ৩০০ করল কীভাবে। আমাদের জাতীয় দলেও এ নিয়ে কথা হতো। রকিবুল তো ৬০০-এর বেশি বল খেলছে।

অভিযোগ আছে, জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চান না?

তামিম: সবসময় অভিযোগ থাকে জাতীয় দলের ক্রিকেটাররা লঙ্গার ভার্সন খেলতে চায় না। আপনাদের এটাও মনে রাখতে হবে, জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্রামও খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখেন, গত দেড় মাসে আমরা ১৫টি টি২০ খেলেছি। এখন চারদিনের ম্যাচ খেলছি। দু'দিন পর আবার টেস্ট ম্যাচ খেলব। আমরা সবাই মানুষ। শরীরকেও বিশ্রাম দিতে হয়।

আরও পড়ুন

×