ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিফা র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে ১৯২তে বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে নামতে নামতে ১৯২তে বাংলাদেশ

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২ | ০৩:২৯ | আপডেট: ২৩ জুন ২০২২ | ০৩:২৯

জুনে চার ম্যাচ খেলে তিনটিতে হেরেছে বাংলাদেশ ফুটবল দল। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল শূন্য সমতা করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। হেরেছে বাহরাইন, তুর্কমেনিস্তান ও মালয়েশিয়ার বিপক্ষে। এর মধ্যে মালয়েশিয়া বিধ্বস্ত করেছে ৪-১ গোলে। 

ওই বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ে। নামতে নামতে তালিকায় ১৯২ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। যেভাবে দেশের ফুটবলের গ্রাফ নিচের দিকে নামছে তাতে ফিফার শেষ র‌্যাঙ্কিং ২১১তে থাকা সান মারিনোর পর্যায়ে নেমে যেতে সময় লাগবে না।  

সর্বশেষ বৃহস্পতিবার (২৩ জুন) ফিফা র‌্যাঙ্কিং আপডেট করেছে। সেখানে বাংলাদেশ ২০ পয়েন্ট হারিয়ে নেমে গেছে চার ধাপ। এর আগে ৩১ মার্চ প্রকাশিত তালিকায় লাল-সবুজের প্রতিনিধিদের র‌্যাঙ্কিং ছিল ১৮৮। এছাড়া ১০ ফেব্রুয়ারি ঘোষিত র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬তম অবস্থানে। 

ফিফার ঘোষিত এই র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ওপরে আছে নাম না জানা অনেকগুলো দেশ। যেমন ১৯১তম অবস্থানে আছে সামাও। এমনকি ব্রুনেই দারুছসালাম, কুক আইল্যান্ড, সাও তোমে এন্ড প্রিন্সিপ, সেন্ট ভিনসেন্ট, বেলিজ, পুয়েরতো রিকোর মতো দ্বীপ বাংলাদেশের ওপরে আছে।

আরও পড়ুন

×