ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

সাঁতার কাটতে গিয়ে জ্ঞান হারালেন নারী সাঁতারু

সাঁতার কাটতে গিয়ে জ্ঞান হারালেন নারী সাঁতারু

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২ | ০৮:৩৬ | আপডেট: ২৩ জুন ২০২২ | ০৯:১৭

হাঙ্গেরির বুদাপেস্টে চলছে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তাতেই বড় ধরনের অঘটন ঘটতে চলেছিল। ২৫ বছর বয়সী মার্কিন সাঁতারু অনিতা আলভারেজ। ২০১৬ ও ২০২০ সালের অলিম্পিকে প্রতিনিধিত্ব করেন তিনি। 

সোলো ফ্রি ফাইনাল রুটিন চলাকালীন পুলের মধ্যেই অজ্ঞান হয়ে যান অনিতা। বাইরে থেকে তা দেখে পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ঝাঁপ দেন তার কোচ আন্দ্রেয়া ফুয়েন্তেস। নিজেই সাঁতার করে অনিতাকে টেনে তুলে নেন ডাঙায়। তারপর চলে প্রাথমিক চিকিৎসা।

স্প্যানিশ পত্রিকা মার্কাকে ফুয়েন্তেস বলেন, 'আমি ভয় পেয়ে গিয়েছিলাম।আমি আরও ভয় পেয়ে যাই কারণ দেখি অনিতা শ্বাস নিচ্ছে না। তার ফুসফুসে পানি জমেছিল। আমরা তাকে ভালো হাসপাতালে নিয়ে যাই। সেখানে তিনি বমি করে, তারপর একটু কাশি আসে এবং তার পরে কিছুটা সুস্থ হয়। তবে এখন ও ভাল আছে।' 

ডুবে যাওয়ার পর অনিতাকে উদ্ধার করেন কোচ ফুয়েন্তেস। ছবি-এএফপি

লাইফগার্ডদের নিয়েও প্রশ্ন তুলে ফুয়েন্তেস বলেন, 'আমি তাদের ডুবে যেতে দেখে প্রথমে আমার চোখ যায় উদ্ধারকারীদের দিকে। দেখলাম তারা হতবাক। কোনো প্রতিক্রিয়াও দেখাচ্ছিল না। তারপর ভাবলাম, আমি কি ভেতরে ঝাঁপ দেব? দাড়িয়ে সেই দৃশ্য দেখতে পারলাম না। তাই আমি লাফিয়ে পড়লাম।'

এই পরিস্থিতি থেকে তিনি বাকিদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, 'ও অজ্ঞান হয়েছিল সেটা থেকে আমরা বুঝলাম যে অ্যাথলেট কী। কার কী ক্ষমতা। মানব শরীর কতটা নিতে পারে। ওকে এবার লিমিটে চলা উচিত।'

মার্কিন যুক্তরাষ্ট্রের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, 'অনিতা ঠিক আছে। চিকিৎসকরা দেখেছেন, সব ঠিকঠাক চলছে।'

এটাই প্রথমবার নয়, গত বছরও বার্সেলোনায় অলিম্পিক্সের যোগ্যতা অর্জনকারী ম্যাচে অজ্ঞান হয়েছিলেন অনিতা। সেইবারও তার কোচ তাকে উদ্ধার করেছিলেন।

আরও পড়ুন

×