ঢাকা বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

রেকর্ড ভেঙে দেওয়ায় বুমরাহকে লারার অভিনন্দন

রেকর্ড ভেঙে দেওয়ায় বুমরাহকে লারার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২ | ০৩:০৯ | আপডেট: ০৩ জুলাই ২০২২ | ০৩:০৯

এজবাস্টন টেস্টে স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের জাসপ্রীত বুমরাহ। স্টুয়ার্ড ব্রডের ওই ওভারে মোট আটটি বল করতে হয়েছ ব্রডের। দুই ছক্কা ও চারটি চার মেরেছেন বুমরাহ। ওয়াইড বলে চার হয়েছে একটি।

টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান তোলার এ রেডর্কটি আগে ছিল উইন্ডিজের সাবেক ক্রিকেটার ব্রায়ান লারার দখলে। লারার রেকর্ড বুমরাহ দখলে নেয়ায় ভারতীয় পেসারকে শুভেচ্ছা জানিয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি।

২০০৩ সালে জোহানেসবার্গে রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ব্রায়ান লারা। ১৯ বছর পর লারার রেকর্ড ভাঙায় শুভেচ্ছা জানিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি লেখেন, 'তরুণ জাসপ্রীত বুমরাহকে শুভেচ্ছা জানাতে আপনারা আমার সঙ্গে যোগ দিন। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভেঙেছে ও। ওয়েল ডান।'

বুমরাহর রেকর্ড গড়ার দিনে এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত অলআউট হয়েছে ৪১৬ রান করে। দলটির পক্ষে ঋষভ পান্থ ও রবীন্দ্র জাদেজা দুইজন শতক পেয়েছেন। এর মধ্যে পান্থ প্রথম দিন ১৪৬ রান করে আউট হয়েছিলেন। দ্বিতীয় দিন ৮৩ রান নিয়ে মাঠে নেমে শতক পূর্ণ করে জাদেজা ফেরেন ১০৪ রান করে।

আরও পড়ুন

×