ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

করোনামুক্ত রোহিত আজই নামছেন মাঠে

করোনামুক্ত রোহিত আজই নামছেন মাঠে

ছবি: টুইটার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২২ | ১০:১৩ | আপডেট: ০৩ জুলাই ২০২২ | ১০:১৯

এজবাস্টন টেস্ট দিয়ে নেতৃত্ব শুরু করার কথা ছিল রোহিত শর্মার। কিন্তু করোনার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নির্ধারণী টেস্টে খেলতে পারছেন না তিনি। টেস্টের তৃতীয় দিন এসে সুখবর পেলেন রোহিত। 

ভারতীয় অধিনায়ক এবং ওপেনারের করোনা মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, করোনা মুক্ত হওয়ায় রোহিত আইসোলেশন থেকে বাইরে এসেছেন। আজই নর্দাহ্যাম্পটনশায়ারের বিপক্ষে টি-২০ ওয়ার্ম আপ ম্যাচ খেলতে নামবেন তিনি। 

আগামী ৭ জুলাই থেকে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলবে ভারত। ওই সিরিজের আগে রোহিতের ফিটনেস ফিরে পাওয়ার বিষয় আছে। সেজন্য তিনি প্রস্তুতি ম্যাচ খেলবেন। 

এর আগে গত ২৬ জুন করোনা আক্রান্ত হন রোহিত। একাধিকবার করোনা টেস্ট করানো হয় তাকে। কিন্তু ১ জুলাই শুরু হওয়া টেস্টের আগে সুস্থ হয়ে ফিরতে পারেননি এই ডানহাতি ব্যাটার। যদিও ভারতীয় বোর্ড শেষ সময় পর্যন্ত তার সুস্থ হয়ে ফেরার অপেক্ষায় ছিল। তার জায়গায় টেস্টে ভারতকে নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রিত বুমরাহ।

আরও পড়ুন

×