পাকিস্তানের স্থায়ী ব্যাটিং কোচ হচ্ছেন মোহাম্মদ ইউসুফ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ০৯:১৮ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ০৯:১৮
পাকিস্তান জাতীয় ক্রিকেটর দলের ব্যাটিং কোচ হচ্ছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ। সেইসাথে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাবেক অজি ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছে পাকিস্তান। পুরো আসরে ইউসুফের সাথে কাজ করবেন তিনি।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, লাহোরের ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে ইউসুফকে অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদে নতুন করে নিয়োগ দেওয়া হবে।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রধান কোচ সাকলাইন মুস্তাকের পরামর্শে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল ইউসুফকে। এরপর আরো বেশ কয়েকটি সিরিজে একই দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। চলতি শ্রীলঙ্কা সিরিজেও ব্যাটিং কোচের ভূমিকায় আছেন সাবেক এই পাকিস্তানি ব্যাটার।
- বিষয় :
- পাকিস্তান
- ব্যাটিং কোচ
- ম্যাথু হেইডেন