ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

বিকল্প জায়গায় হতে পারে বাফুফের ট্রেনিং সেন্টার

বিকল্প জায়গায় হতে পারে বাফুফের ট্রেনিং সেন্টার

ছবি: ফাইল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২১ জুলাই ২০২২ | ২৩:৪৭

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালংয়ে ট্রেনিং সেন্টার নির্মাণের জন্য জায়গাও বুঝে পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বন ও পরিবেশ মন্ত্রণালয় ২০ একর জমি সম্প্রতি হস্তান্তর করেছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। ফিফার অর্থায়নে ট্রেনিং সেন্টার নির্মাণের যে জায়গা চূড়ান্ত করা হয়েছে, তার বিরোধিতা করছে পরিবেশবাদী ও আরও কয়েকটি সংগঠন।

বনের মধ্যে ক্রীড়া অবকাঠামো নির্মাণ পরিবেশের জন্য হুমকি মনে করে বুধবার ট্রেনিং সেন্টার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী সংগঠন। আন্দোলনের কারণে হঠাৎ করে অনিশ্চয়তা দেখা দিয়েছে সরকার অনুমোদিত জায়গায় বাফুফের ট্রেনিং সেন্টার নির্মাণ নিয়ে।

সবকিছু চূড়ান্ত হওয়ার পর যদি এই জায়গায় ট্রেনিং সেন্টার নির্মাণ করা না যায়, তাহলে বিকল্প চিন্তাও আছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে যুব উন্নয়নের এক অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা অবশ্যই পরিবেশ রক্ষার পক্ষে। পরিবেশ বিনষ্ট করে কিছু হোক, সেটা আমরা কখনোই চাই না। পাশাপাশি ফুটবল অন্য খেলার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে। ফুটবলের উন্নয়নের জন্যও সেটার প্রয়োজন। আমরা চাই ফুটবলের উন্নয়ন হোক এবং পরিবেশও সঠিক থাকুক। এখনও আমাদের হাতে সময় আছে। জেলা প্রশাসন যদি এই জায়গার পরিবর্তে অন্য জায়গা খুঁজে পায় সেখানেও ফুটবল সেন্টার হতে পারে।'

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটি আন্তর্জাতিক মানের ট্রেনিং সেন্টার নির্মাণের পরিকল্পনা করে আসছিল। এবার পছন্দমতো জায়গা পেলেও এখন পরিবেশবাদীদের আন্দোলনের কারণে ধাক্কা খেয়েছে ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন

×