শেষ টি-২০ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০৫:৪৮ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০৬:৩৭
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শেষ টি-২০ তে দলকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
জিম্বাবুয়ে সফরের টি-২০ সিরিজের অধিনায়ক ছিলেন নুরুল হাসান সোহান। দ্বিতীয় ম্যাচে বাঁ-হাতের তর্জনির ইনজুরিতে পড়ায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।
নুরুল হাসান ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না। সোমবারই দেশে ফিরছেন তিনি। তার জায়গায় টি-২০ দলে নেওয়া হয়েছে নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহকে।
তিন ম্যাচের টি-২০ সিরিজ ১-১ সমতায় আছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ১৭ রানের জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে ৭ উইকেটে। শেষ ম্যাচে জিতে বাংলাদেশ দলের সামনে সম্মান বাঁচানোর চ্যালেঞ্জ। এছাড়া চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে আত্মবিশ্বাস নিয়ে যাওয়ারও চ্যালেঞ্জ।