এমবাপ্পের কারণে চাকরি যায়নি পচেত্তিনোর

ছবি: ফাইল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ০২:৫৫ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০২:৫৫
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের কাছে হারার পরই সে সময়কার পিএসজি কোচ পচেত্তিনোকে ছাঁটাইয়ের কথা জানিয়ে দেয় পিএসজি। এর ক'দিন পর আসে আনুষ্ঠানিক ঘোষণা। ওই সময় কিলিয়ান এমবাপ্পেকে জড়িয়ে একটা গুঞ্জন ছড়িয়েছিল।
মূলত তাঁর সঙ্গে চুক্তি করতে নাকি পচেত্তিনোকে বাদ দেয় দলটি। তবে এমন গুঞ্জন দেরিতে হলেও উড়িয়ে দিয়েছেন পচেত্তিনো।
আর্জেন্টাইন আউটলেট 'ইনফোবে'তে দেওয়া সাক্ষাৎকারে পচেত্তিনো বলেন, 'আমি জানি পিএসজি কিলিয়ানকে রাখতে সম্ভাব্য সবকিছুই করেছে। এ ব্যাপারে আমিও একমত। বর্তমান ফুটবলে সে অন্যতম সেরা ফুটবলার। তাকে রাখার মতো পুঁজি পিএসজির আছে। কিন্তু আমি মনে করি না সে পিএসজির নতুন প্রজেক্টের (আমাকে বাদ দেওয়া) কথা চিন্তা করেছে।'
গত মৌসুমটা ভালো যায়নি পিএসজির। বার্সা থেকে লিওনেল মেসিকে কিনেও চ্যাম্পিয়ন্স লিগে ভরাডুবি। ফরাসি মাধ্যমগুলো জানায়, এমবাপ্পের ইশারায় এখন চলছে পিএসজি। রিয়ালে যাওয়ার পথটা অনেকটাই ঠিক থাকার পরও তাকে যেতে দেয়নি ফরাসি ক্লাবটি।অর্থের লোভ দেখিয়ে এমনকি নতুন প্রজেক্টের ইতিবাচক দিকগুলো শুনিয়ে নতুন চুক্তির টেবিলে বসানো হয় এমবাপ্পেকে। যদিও ক্লাবটির প্রেসিডেন্ট খেলাইফি এসব মানতে নারাজ। তিনি জানিয়েছিলেন এমবাপ্পের চাওয়াতেই সবকিছু হয়।
- বিষয় :
- ফুটবল দলবদল-২০২২
- এমবাপ্পে
- পচেত্তিনো
- পিএসজি