ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফিট থাকলেও এশিয়া কাপে অনিশ্চিত সাইফউদ্দিন

ফিট থাকলেও এশিয়া কাপে অনিশ্চিত সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২২ | ০০:৩২ | আপডেট: ০৯ আগস্ট ২০২২ | ০০:৩৪

দেশের জার্সিতে সবশেষ মাঠে নেমেছেন প্রায় ১০ মাস আগে। চোটের সঙ্গে সংগ্রাম করে আবারও মাঠে ফেরার অপেক্ষায় সাইফউদ্দিন। আসন্ন এশিয়া কাপ খেলতে আশাবাদী টাইগার এই অলরাউন্ডার। 

ভারতে চিকিৎসা শেষ দেশে ফিরে এক সপ্তাহের বিশ্রামে ছিলেন সাইফউদ্দিন। এরপর শুরু করেন ফিটনেস ট্রেনিং। শুক্রবার থেকে শুরু হয়েছে স্কিল অনুশীলন। সোমবার মিরপুরে বিসিবির মেডিকেল বিভাগের প্রতিনিধিদের সামনে টানা চার ওভার বোলিং করেছেন পুরো ছন্দে। সব মিলিয়ে ইতিবাচক সাইফউদ্দিন।

বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন জানিয়েছেন, 'সাইফউদ্দিনকে ভালো দেখছি। বোলিং করতে কোনো সমস্যা হচ্ছে না তার। মঙ্গলবার চার ওভারের স্পেল সম্পন্ন করতে পারলে খুলনায় প্রস্তুতি ম্যাচ খেলতে পাঠাব। বাংলাদেশ টাইগারের হয়ে পুরো ম্যাচে তাকে দেখার পর রিপোর্ট দেব।'

তবে মেডিকেলি সাইফউদ্দিনকে ফিট ঘোষণা করা হলেও এশিয়া কাপের জন্য তাকে বিবেচনা নাও করা হতে পারে। বিসিবির নির্বাচক প্যানেলের একজন সদস্য বলেন, 'ও প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেছে এপ্রিলে। চার মাস হয় কোনো ম্যাচে নেই। এইচপির বিপক্ষে ম্যাচ খেলতে পারলেই এশিয়া কাপের মতো টুর্নামেন্টে নেওয়া ঠিক হবে না। সবাইকে বুঝতে হবে এশিয়া কাপ অনেক বড় টুর্নামেন্ট।'

সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন জানিয়েছেন, 'প্রত্যেক খেলোয়াড়েরই লক্ষ্য থাকে এশিয়া কাপ খেলা। আমি অনূর্ধ্ব-১৯ দলের হয়েও এশিয়া কাপ খেলিনি। দুটি আইসিসি ইভেন্ট খেললেও এশিয়া কাপে খেলা হয়নি। এটা নিয়ে বাড়তি একটা রোমাঞ্চ কাজ করে। যদি সুযোগ পাই অবশ্যই আনন্দিত হব।'

বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে এশিয়া কাপের জন্য প্রস্তুত হতে বলা হয়েছিল সাইফউদ্দিনকে। বিশ্বকাপ মাথায় রেখে শেষ পর্যন্ত স্কোয়াডে নেওয়া হতে পারে তাকে। কারণ, বাংলাদেশ দলে একজন পেস বোলিং অলরাউন্ডার প্রয়োজন। এই শূন্যতা পূরণ করতে হলে সাইফউদ্দিনকেই নিতে হবে। 

এদিকে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের ব্যথা অনেকটাই সেরে গেছে বলে জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। ফিজ চাইলে কাল তৃতীয় এবং শেষ ওয়ানডেতে খেলতে পারে।

আরও পড়ুন

×