ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

চেলসি-টটেনহ্যাম ম্যাচে টুখেল-কন্তের হাতাহাতি

চেলসি-টটেনহ্যাম ম্যাচে টুখেল-কন্তের হাতাহাতি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২২ | ২৩:১১ | আপডেট: ১৪ আগস্ট ২০২২ | ২৩:১৩

আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠের লড়াই হলো জমজমাট। দুই দলের ডাগআউটেও ছড়ালো চরম উত্তেজনা। টটেনহ্যাম হটস্পারের সামনে চোখ রাঙাচ্ছিল পরাজয়। তবে শেষ মুহূর্তে গোল করে দলকে বাঁচালেন হ্যারি কেইন। চেলসির মাঠ থেকে মূল্যবান পয়েন্ট নিয়ে ফিরল আন্তোনিও কন্তের দল। স্ট্যামফোর্ড ব্রিজে রোববার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

তবে সেসব বিষয়কেও ছাপিয়ে গেছে ডাগ আউটে দুই কোচের লড়াই, যা শেষ পর্যন্ত রূপ নিয়েছিল হাতাহাতিতে। তাই রোমাঞ্চকর লড়াই শেষে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে চেলসি ও টটেনহ্যাম কোচকে।

স্ট্যামফোর্ড ব্রিজে দুই কোচের আগ্রাসী মনোভাব এবং মারমুখী চেহারা দেখে অনেকেই আঁতকে ওঠেন। তাদের কিছুতেই ছাড়ানো যাচ্ছিল না। একে অপরের দিকে তেড়ে তেড়ে যাচ্ছিলেন। দু'জনকে ছাড়াতে এগিয়ে আসতে হয় দুই দলের কোচিং স্টাফ এবং রেফারিদেরও। ভাগ্যিস, সেটা মারামারি পর্যন্ত গড়ায়নি!

প্রিমিয়ার লিগে নতুন মৌসুমটা চেলসি শুরু করেছিল এভারটনের বিরুদ্ধে ১-০ গোলে জয় দিয়ে। এ দিকে বার্নলেকে ৪-১ হারিয়ে মৌসুম শুরু হয়েছিল টটেনহ্যামের। কিন্তু এ দিন দুই দলকেই করতে হলো পয়েন্ট ভাগাভাগি।

চেলসির দু'টি গোলই করেছেন দুই ডিফেন্ডার। ১৯ মিনিটে কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন মার্ক কুকুরেয়া। ফাঁকায় দাঁড়িয়ে ছিলেন কালিদো কৌলিবালি। তিনি বলটি ধরে দুরন্ত ভলিতে জালে জড়াতে কোনও ভুল করেননি। গোল পেয়ে পাখির মতো দু'হাত মেলে সেলিব্রেশনে মাতেন তারকা ডিফেন্ডার।

আরও পড়ুন

×