ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাসেমিরোকে জয় উপহার দিলেন ফার্নান্দেজ

কাসেমিরোকে জয় উপহার দিলেন ফার্নান্দেজ

ছবি: এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ০৮:১৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ০৮:১৫

লিভারপুলের বিপক্ষে ঘরের মাঠে দারুণ ফুটবল খেলে জয় পাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড মৌসুমের দ্বিতীয় জয় পেয়েছে সাউদাম্পটনের বিপক্ষে। শনিবার সেন্ট ম্যারি স্টেডিয়ামে ব্রুনো ফার্নান্দেজের একমাত্র গোলে জিতেছে দলটি। 

ম্যাচের ৬৮ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদো এই ম্যাচে বদলি হিসেবে নামেন। নেমেই ইনজুরির শঙ্কায় পড়েন তিনি। ম্যাচের ৮০ মিনিটে অ্যান্তনি এলেঙ্গার বদলি হিসেবে নেমে অভিষেক হয় রিয়াল মাদ্রিদ থেকে ৭০ মিলিয়ন ইউরোয় ম্যানইউতে আসা কাসেমিরোর। জয়ে তার প্রিমিয়ার লিগ অভিষেক হলো। 

ম্যানইউ ৫১ শতাংশ বল পায়ে নিয়ে জিতলেও সাউদাম্পটন দারুণ ফুটবল খেলেছে। হোম ম্যাচের সুবিধা নিয়ে পাওয়ার ফুটবলে পারদর্শী ক্লাবটি গোল মুখে পাঁচটি শট নিয়েছে। এছাড়া গোলের বাইরে শট নিয়ে শেষ হয়েছে তাদের দশটি আক্রমণ। অন্যদিকে ম্যানইউ-এর আটটি আক্রমণের ছয়টিই ছিল লক্ষ্যে। সেখান থেকে আরও গোল পেতেই পারতো রেড ডেভিলসরা। 

ম্যানইউ মৌসুমের শুরুর দুই ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল। এরপর তৃতীয় ম্যাচে শুরুর একাদশ বদলে ফেলেন কোচ টেন হ্যাগ। লিভারপুলের বিপক্ষে ম্যাচে যেন দলটা আকাশ-পাতাল বদলে যায়। বেড়ে যায় দলের ক্ষিপ্রতা। ওই ক্ষিপ্র দলটার ওপর সাউদাম্পটন ম্যাচেও ভরসা রাখেন কোচ। দিয়াগো ডালট ৫৫ মিনিটে দারুণ পাস দেন অ্যাটাকিং মিডফিল্ডার ব্রুনোকে। তিনি দারুণ শটে লক্ষ্য ভেদ করেন।

আরও পড়ুন

×