ভারত-পাকিস্তান ম্যাচে আছে বাংলাদেশও!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ২২:৩৮ | আপডেট: ২৮ আগস্ট ২০২২ | ০৫:৪১
প্রথমবারের মতো এশিয়া কাপের আম্পায়ারিং করতে যাচ্ছেন বাংলাদেশের দু'জন- মাসুদুর রহমান মুকুল ও গাজী আশরাফুল আফসার। এর মধ্যে আজকের হাইভোল্টেজ ম্যাচে অনফিল্ড অ্যাম্পায়ারের দায়িত্ব পালন করবেন মুকুল।
এমন ম্যাচে আম্পায়ারিংয়ে দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। বলেন, 'ভারত-পাকিস্তান ম্যাচের ফ্লেভার থাকে অন্যরকম। সত্যি কথা বলতে, আমি এটাকে চাপ হিসেবে নিতে চাচ্ছি না। ইটস অ্যা চ্যালেঞ্জ। শুধু আমার জন্য না, আমাদের দেশের সব আম্পায়ারের জন্যই এটা চ্যালেঞ্জ। দিনশেষে কিন্তু আমাদের নামের পাশে লেখা থাকে বাংলাদেশের নাম।'
বড় মঞ্চে আম্পায়ারিং করাটা একদিকে যেমন সুনামের, অন্যদিকে চ্যালেঞ্জিংও মনে করছেন তিনি। মুকুল বলেন, 'আমার প্রধান লক্ষ্য থাকবে এখানে বেস্ট পারফর্ম করাটা। আমি চাই আমার পারফর্ম দেখে সবাই জানুক বাংলাদেশি আম্পায়ারাও ক্যাপাবেল। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব এবং এটাকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি আমি। আমি জানি, আমরা যদি এই চ্যালেঞ্জকে ভালোভাবে পার করতে পারি, তাহলে আমাদের বাংলাদেশের আম্পায়ারদের জন্য একটা পথ সৃষ্টি হবে। আমরা আরও বড় ম্যাচে আম্পায়ারিংয়ের সুযোগ পাব।'