নিউজিল্যান্ডের কিউরেটর আনছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ০০:০৫
দেশের ক্রিকেটের প্রধান তিন ভেন্যুর কিউরেটরই বিদেশি। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বহু বছর ধরে কাজ করছেন শ্রীলঙ্কান কিউরেটর গামিনি ডি সিলভা। চট্টগ্রাম ও সিলেটে রয়েছেন ভারতীয় কিউরেটর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জাহিদ রেজা বাবু কেবল সহকারী কিউরেটর হিসেবে কাজ করছেন।
দেশি-বিদেশি এই কিউরেটর এবং মাঠকর্মীদের প্রশিক্ষণ দিতে নিউজিল্যান্ড থেকে একজন কিউরেটর আনা হচ্ছে। ২০ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছানোর কথা তাঁর।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, নিউজিল্যান্ডের কিউরেটর এসে দেশের সব ভেন্যুতে উইকেট পর্যবেক্ষণ করবেন। কিউরেটরদের সঙ্গে কথা বলবেন। সবকিছু দেখার পর কিউরেটর ও মাঠকর্মীদের গাইডলাইন দেবেন কীভাবে উইকেট ভালো করা যায়।
সিইও জানান, উইকেট নিয়ে দীর্ঘমেয়াদে কাজ করার কোনো পরিকল্পনা থাকলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগেও বিদেশি কিউরেটর কাজ করে গেছেন বাংলাদেশে। চার বছর আগে অ্যাডি অ্যাটকিনসন এসেছিলেন মিরপুরে।