গোল্ডেন ডাকের পর বল হাতেও খরুচে সাকিব

ছবি: টুইটার
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২২ | ২২:৩০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২ | ২২:৩৩
জাতীয় দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যোগ দিচ্ছেন না সাকিব আল হাসান। তিনি খেলবেন সিপিএলে। বুধবার রাতে শেষ হওয়া ম্যাচে অবশ্য ব্যাটে-বলে ভালো করেননি সাকিব। তবে তার দল গায়ানা অ্যামাজন ১২ রানে জামাইকা তালাওয়াসকে হারিয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭৮ করে গায়ানা। ৩৪ রানে দলটি ২ উইকেট হারানোর পরে চারে ব্যাটিংয়ে পাঠায় সাকিবকে। তিনি ইমাদ ওয়াসিমের মুখোমুখি হওয়া প্রথম বলেই লেগ বিফোর হন।
তবে তিনে নামা শেই হোপের ৪৫ বলে ৬০ এবং শেষ দিকে ওডেন স্মিথের ১৬ বলে ছয়টি ছক্কায় ৪২ ও কেমো পলের ১২ বলে ২৪ রানে ভালো সংগ্রহ পান সাকিবরা।
জবাব দিতে নেমে জামাইকা এক বল থাকতে ১৬৬ রানে অলআউট হয়। দলটির হয়ে ওপেনার ব্রেন্ডন কিং ৬৬ বলে আটটি চার ও সাত ছক্কায় ১০৪ রান করেন। অন্য ওপেনার কেনার লুইস ১৩ ও তিনে নামা ম্যাককেনজি ১৫ রান করেন। আর কেউ ৬ রানের ওপরে যেতে পারেননি। ব্রেন্ডন কিং নবম ব্যাটার হিসেবে আউট হন।
বল হাতে গানায়ার হয়ে সাকিব এই ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে নেন ১ উইকেট। আউট করেন ফ্যাবিয়ান অ্যালেনকে। গুদাকেশ মতি ৪ ওভারে ৩৬ রান দিয়ে নেন ২ উইকেট। বুড়ো লেগ স্পিনার ইমরান তাহির ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। তার ওই ঘূর্ণির কাছেই হেরে গেছে জামাইকা।
- বিষয় :
- সাকিব
- সিপিএল
- গোল্ডেন ডাক
- সিপিএল-২০২২