ডাবল সেঞ্চুরি করে রেকর্ড জয়সালের

ছবি: টুইটার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯ | ০৫:১৬
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে লিস্ট 'এ' ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন যশবি জয়সাল। বুধবার তিনি বিজয় হাজারি ট্রফির দ্বিতীয় রাউন্ডে ঝাড়খন্ডের বিপক্ষে মুম্বাইয়ের এই তরুণ ব্যাটসম্যান ১৫৪ বলে খেলেন ২০৩ রানের দুর্দান্ত ইনিংস। ভাঙেন দক্ষিণ আফ্রিকার অ্যালান ব্যারোর রেকর্ড।
জয়সাল ১৭ বছর ১৯২ দিন বয়সে লিস্ট 'এ' ক্রিকেটে এই ডাবল সেঞ্চুরি তুলে নেন। তার আগে ২০ বছর ২৭৬ দিন বয়সে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন ব্যারোর। দক্ষিণ আফ্রিকার ওই ব্যাটসম্যান ১৯৭৫ সালে গড়েন ওই রেকর্ড। যা ভারতের তরুণ ৪৪ বছর পরে ভেঙে দিলেন।
জয়সাল শুধু এই ডাবল সেঞ্চুরি দিয়েই আলোচনায় এসেছেন এমন নয়। তিনি বিজয় হাজারি ট্রফিতে পাঁচ ইনিংসে ব্যাট করে ১০১.২৫ গড়ে তুলেছেন ৪০১ রান। ডাবল সেঞ্চুরি মারার পথে তিনি ১২টি ছক্কা মারেন। তার ব্যাটে ভর করে ৫০ ওভারে ৩৫৮ রানের সংগ্রহ পায় মুম্বাই। এর মধ্যে তিনি ওপেনিং সঙ্গী আদিত্যর সঙ্গে দুইশ' রানের জুটি গড়েন।
তার আগে যুব এশিয়া কাপে ৮৫ বলে ১১৩ রানের দারুণ এক ইনিংস খেলেন জয়সাল। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে গত ফেব্রুয়ারিতে তিনি খেলেন ১৭৩ রানের ইসিংস। ওই ম্যাচে ভারতের 'এ' দল ইনিংস ব্যবধানে জয় পায়। এছাড়া ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ এবং ইংল্যান্ডকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজ খেলে ভারত। ওই সিরিজে ছয় ম্যাচে ২৯৪ রান করেন এই তরুণ।