ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এবার বায়ার্নে পুড়ল চেলসি

এবার বায়ার্নে পুড়ল চেলসি

ছবি: গার্দিয়ান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৬:৪২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২০ | ১৭:০৪

গ্রুপ পর্বের ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠ থেকে সাত গোল খেয়ে ফিরেছিল চেলসির নগর প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার। সেই ধাক্কা সামলে স্পার্সরা নকআউট পর্বে আসে। তবে এবার চেলসির সামনে পরের ধাপে যাওয়ার সুযোগ খুবই কম। কারণ ব্লুসরা এবার নিজেদের মাঠে পুড়ল বায়ার্নের আগুনে। প্রথম লেগের ম্যাচে স্টামফোর্ড ব্রিজে হারল ৩-০ গোলে। তিনটি অ্যাওয়ে গোল নিয়ে ফেরা জার্মান চ্যাম্পিয়নরা তাই শেষ আটে এক পা দিয়েই দিয়েছে।

সেবার ঘরের মাঠে টটেনহ্যামকে পুড়িয়েছিলেন এক জার্মান তরুণ গিনাব্রি। তিনি হ্যাটট্রিকসহ করেছিলেন চার-চারটি গোল। এবার চেলসিকেও পোড়ালেন তিনি। করলেন জোড়া গোল। সঙ্গে বায়ার্নের সুইডিস তারকা লেভানডভস্কি করেন এক গোল। এছাড়া গিনাব্রিকে দিয়ে বাকি গোল দুটি করার তিনি।

চেনা মাঠে, নিজেদের দর্শকদের সামনে খেললেও চেলসি শুরুতেই কোণঠাসা হয়ে যায়। বায়ার্ন বল দখলেও সঙ্গে দারুণসব আক্রমণ সানতে থাকে। তারপরও প্রথমার্ধ জার্মান জায়ান্টদের আটকে রাখতে পারে চেলসি। কিন্তু দ্বিতীয়ার্ধে আর থামাতে পারেনি তাদের। ম্যাচের ৫১ মিনিটে গিনাব্রি প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই ৫৭ মিনিটে আবার গোল করেন তিনি।

ঘরের মাঠে দুই গোল খেয়ে যাওয়া চেলসি আর উপায় না দেখে আক্রমণ বাড়াতে শুরু করে। দ্বিতীয় লেগে তাদের গোলের জন্যই খেলতে হবে। ঝুঁকি তাই প্রথম লেগে নিতে দোষ কী। কিন্তু আক্রমণ করে খেলার চিন্তা বায়ার্নের শক্ত রক্ষণ দেয়লের সামনে টিকলো না। বরং ম্যাচের ৭৬ মিনিটে গোল করে লেভা দলের বড় জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন

×