এমন ব্যাটিং বিপর্যয়ের ব্যাখ্যা কী

ছবি: বিসিবি
সুমন মেহেদী
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ০৭:২৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ০৮:৪২
অস্ট্রেলিয়ার উইকেটে নতুন বলে সুইং থাকবে। আফগানিস্তান দলে সুইংয়ে দক্ষ কেবল বাঁ-হাতি ফজল হক ফারুকি। তিনিই ধসিয়ে দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৯ রান দিয়ে শান্ত-সাকিবকে বোল্ড করেছেন। লেগ বিফোর হয়ে আফিফ হোসেন গোল্ডেন ডাক মেরেছেন।
ফারুকির করা ইনিংসের তৃতীয় ওভারে রীতিমতো ধুঁকছিলেন ওপেনার মেহেদি মিরাজ। পঞ্চম বলে একমাত্র রানটি আসে লেগ বিফোরে। রান ঘাটতি পূরণ করতেই সম্ভবত ব্যাট চালানোর পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিলেন ওপেনার শান্ত। বাঁ-হাতিদের বিপক্ষে খুবই শক্তিশালী ফারুকি। ভেতরে সুইং করাতে পটু। সেভাবেই নিঁখুত লেন্থের বল ছুড়লেন। সামান্য পা তুলে ক্রস ব্যাটে শট খেলতে গিয়ে বোল্ড শান্ত।
পরের ওভারে একই চিত্র। স্পিনার মুজিব উরে সুবিধা করতে পারছিলেন না মিরাজ-সৌম্য। তবু প্রথম ৪ বলে আসে ৩ রান। পঞ্চম বলে রক্ষণাত্মক খেলতে গিয়ে ব্যর্থ হন সৌম্য। ইমপ্যাক্ট ব্যাটিং দেখাতে গিয়েই সম্ভবত ওভারের শেষ বলে উইকেট থেকে বেরিয়ে খেলতে যান তিনি। তার আত্মহত্যার পাশে লেখা ‘স্টাম্পিং’।
পঞ্চম ওভারের শেষ দুই বলে সাকিব ও আফিফকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ডানা ছেঁটে দেন ফারুকি। শান্তর আউটের মতো গুড লেন্থে বল ফেলে একইভাবে সুইং করান তিনি। একটু লাফিয়েও ওঠে। সাকিব ‘প্লে লেট’ অপশন বেছে নিয়েও বোল্ড হন। আর আফিফ ফুল লেন্থের বলটা বুঝতেই পারেননি। স্কোরবোর্ডে লেখা ৫ ওভারে ২৬/৪।
ষষ্ঠ ওভারে দুই রান নিয়ে মুজিবকে পাড়ি দেন মিরাজ। এরপর প্রথম বলের মুখোমুখি হয়েই ফরিদের বুক সমান বলে পুল খেলতে গিয়ে পেছনে ক্যাচ দেন ইয়াসির রাব্বি। তিনিও হয়তো ম্যাচ পরিস্থিতি না বুঝে ইমপ্যাক্ট ব্যাটিং দেখাতে চেয়েছিলেন। পরে মিরাজও বোল্ড হন ক্রস ব্যাট চালিয়ে বাউন্ডারি হাঁকাতে গিয়ে।
দলের ছয়-সাতজন ব্যাটার যখন ভুল এপ্রোচে ব্যাট চালিয়ে আউট হন তখন প্রশ্ন ওঠে নানা বিষয় নিয়ে। সামর্থ যদি হয় ক্রস ব্যাট চালানো, লেন্থ কিংবা ম্যাচ পরিস্থিতি না বোঝা তাহলে ব্যাখ্যা দেওয়ার সুযোগও থাকে না। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়া মোসাদ্দেকও দিতে পারলেন না কোন ব্যাখ্যা। তার মতে, ২০ রানে (২৬ রান) ৪ উইকেট হারালে ঘুরে দাঁড়ানো কঠিন।
মোসাদ্দেক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে পজিটিভ কিছু ছিল। এই ম্যাচে পজিটিভ কিছুই নেই। দ্রুত ৪ উইকেট হারালে ম্যাচে ফেরা কঠিন। প্রতিপক্ষকে ১৬০ রানে রাখতে পারা ভালো দিক। কিন্তু যে কন্ডিশনে, যাদের বিপক্ষেই খেলি ওই রান তাড়া করতে হবে। ঘুরে দাঁড়াতে আমাদের একটা উইনিং মোমেন্ট দরকার। আমরা যে কতোভাবে একটা জয়ের চেষ্টা করছি, আমরাই জানি।’