ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাড়ছে লাল কার্ড, কমছে ফুটবলের সৌন্দর্য

বাড়ছে লাল কার্ড, কমছে ফুটবলের সৌন্দর্য

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২২ | ২১:৫৮ | আপডেট: ১৭ অক্টোবর ২০২২ | ২১:৫৮

ইউরোপিয়ান ফুটবলে লাল কার্ডের পাল্লাটা দিন দিন ভারী হচ্ছে। গোল না পাওয়ার হতাশা, প্রতিপক্ষের তারকা খেলোয়াড়দের আটকানোর আগ্রাসী ভূমিকা এবং রক্ষণভাগে সেট পিচ ঠেকানোর জন্য ডিফেন্ডারদের মরিয়া ভাবের কারণে ক্রমেই বাড়ছে লাল কার্ড। সর্বশেষ রোববার রাতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে যে ক'টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, তার মধ্যে মোট লাল কার্ড ছিল তিনটি; যার আবার দুটিই লিগ ওয়ানে। এখন পর্যন্ত চলমান মৌসুমে যত ম্যাচ হয়েছে, সেখানে এই লিগ ওয়ানের খেলোয়াড়রাই সবচেয়ে বেশি ৪৩টি লাল কার্ড দেখেছেন।

শুধু তাই নয়, অলটাইম রেড কার্ডের হিসাব দেখলেও লিগ ওয়ানে যে এবার লাল কার্ডের ছড়াছড়ি, সেটা টের পাওয়া যাবে। গত মৌসুমে যেখানে মোট লাল কার্ড ছিল ৬২টি। এবার শুরুর দিকেই তার কাছে গিয়ে ঠেকল লাল কার্ড। এতে করে ফুটবলের সৌন্দর্যও কমছে। কেননা একটা ম্যাচে যখন দুই দলের খেলোয়াড়রা বেশি আগ্রাসী ও মেজাজ হারিয়ে খেলবে, তখন সেখানে ফুটবলের উপভোগ্য অংশের নির্ঘাত মৃত্যু হবে। এ নিয়ে ফুটবলবোদ্ধারাও খানিকটা উদ্বিগ্ন।

এদিকে লাল কার্ডে ইতিহাস বলছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাজিওর খেলোয়াড়রা ম্যাচ চলাকালে মাঠ ছেড়েছেন। দুই হলুদ কার্ড আবার সরাসরি লাল কার্ড দেখে তাদের মোট ২৫১ খেলোয়াড় বিভিন্ন মৌসুমে মাঠ ছাড়েন; যেটা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ। তালিকায় দুইয়ে আছে লা লিগার ক্লাব ভ্যালেন্সিয়া। এই দলটির ১৪৩ জন এখন পর্যন্ত লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। তিনে থাকা বোর্দোর নামের পাশে লাল কার্ডের সংখ্যা ৯৮টি। ক্রমান্বয়ে চার ও পাঁচ নম্বরে আছে স্টুটগার্ট ও এভারটন। তুলনামূলক প্রিমিয়ার লিগেই লাল কার্ড পাওয়ার প্রবণতা কম। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি লাল কার্ড দেখেছেন এভারটনের খেলোয়াড়রা। সেটাও বেশি না- মোটে ৫৫টি।

#কোন লিগে কত কার্ড

লিগ 
ম্যাচ 
লাল কার্ড
লিগ ওয়ান
১১০৪৩
লা লিগা
৮৯৩৫
সিরি'এ 
৯৮১৯
বুন্দেসলিগা
৯০১৮
প্রিমিয়ার লিগ
৯৭

*২০২২-২৩ মৌসুমে এখন পর্যন্ত

#বেশি কার্ড দেখা পাঁচ ক্লাব

ক্লাবমোট লাল কার্ড
লাজিও 
২৫১
ভ্যালেন্সিয়া 
১৪৩
বোর্দো 
৯৮
স্টুটগার্ট 
৭৯
এভারটন 
৫৫

*অলটাইম রেকর্ড

#সর্বাধিক কার্ড পাওয়া তিনজন

জেরার্ডো বেদোয়া ৪৬,  সার্জিও রামোস ২৮ ও  সিরিল রুল ২৭

৭৫: পিএসজির খেলোয়াড়রাও কম লাল কার্ড দেখেননি। এখন পর্যন্ত লিগ ওয়ানে দ্বিতীয় সর্বোচ্চ লাল কার্ড দেখেছেন দলটির ফুটবলাররা।

আরও পড়ুন

×