ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফিফা প্রধানের অন্যরকম দিন

ফিফা প্রধানের অন্যরকম দিন

অকল্যান্ডে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২২ | ২২:৫৪ | আপডেট: ২১ অক্টোবর ২০২২ | ২২:৫৪

২০২৩ সালের ২০ জুলাই থেকে শুরু নারী বিশ্বকাপ। ৩২ দলের ওই টুর্নামেন্ট হবে যৌথভাবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। দুই দেশের ১০ ভেন্যুতে গড়াবে আসরটি। তার আগে গ্রুপ পর্বের ড্র আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে। ড্র উপলক্ষে অকল্যান্ডে গিয়েছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। 

গতকাল ড্র'র আগে অন্যরকম একটা দিন কাটান তিনি। দেশটির মাওরি মানুষের সঙ্গে উপভোগ করেন কিছু সময়। তাদের সংস্কৃতি সম্পর্কে জানেন। এমনকি একই বেশভূষা ধারণ করেন। যার ছবি নেট দুনিয়ায় ছড়িয়েও পড়ে। ইনফান্তিনো আগামী কয়েক দিনও ব্যস্ততার মধ্য দিয়ে কাটাবেন। 

২৯ দিন পর কাতার বিশ্বকাপ। আজ নারী বিশ্বকাপের ড্র অনুষ্ঠান শেষ করে সে দিকে নজর দিতে হবে তার। এরই মধ্যে গতকাল কাতারে অংশ নেওয়া ৩২ দল তাদের প্রাথমিক স্কোয়াড জমা দিয়েছে ফিফার কাছে। মোটামুটি ডিসেম্বর অবধি বিশ্বকাপ নিয়েই ব্যস্ত থাকতে হবে তাঁকে। প্রাথমিক স্কোয়াড থেকে কাটছাঁট করে চূড়ান্ত স্কোয়াড দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে দলগুলোকে।

আরও পড়ুন

×