ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কেমন হবে দুই দলের একাদশ, আলো কার ওপর?

কেমন হবে দুই দলের একাদশ, আলো কার ওপর?

ছবি: ফাইল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:৪৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ০৯:৪৬

সিডনির উইকেট কিছুটা স্পিন সহায়ক হয়। যদিও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচটি হবে ফ্রেশ উইকেটে। পিচ রিপোর্ট অনুযায়ী, সামান্য ঘাস আছে। প্রোটিয়া পেসার লুঙ্গি এনগিডি তাই পেস বোলিং দিয়ে বাংলাদেশকে আক্রমণের কথা বলেছেন।

এনগিডি যা-ই বলুক, উইকেট-কন্ডিশন বুঝেই একাদশ সাজাবে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। ওই চিন্তায় বাঁ-হাতি লেগ স্পিনার তাবরেজ শামসি একাদশে ঢুকতে পারেন। সেক্ষেত্রে বাদ দেওয়া হতে পারে চার পেসারের একজনকে। দলটির সবচেয়ে গতিময় এনরিক নরকিয়ার বেঞ্চে বসার সম্ভাবনাই বেশি। 

সাকিব জানিয়েছেন, সিডনিতে স্পিনাররা কিছুটা সুবিধা পান। কন্ডিশন বুঝে একাদশে পরিবর্তন আনার জন্য উন্মুক্ত তারা। সেক্ষেত্রে স্পিনার মেহেদি মিরাজ একাদশে ঢুকতে পারেন। কারণ প্রোটিয়া শিবিরের মূল পাঁচ ব্যাটারের তিনজন বাঁ-হাতি। সেক্ষেত্রে ওপেনিংয়ের সৌম্য কিংবা মিডলের ইয়াসির রাব্বি বাদ পড়তে পারেন। 

আবার স্পিন উইকেটের সুবিধা পার্ট টাইম মোসাদ্দেক হোসেনকে দিয়েও সারতে পারে টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে একাদশে পরিবর্তনের একটা আভাস আছেই। মিরাজ একাদশে ঢুকলে টপে নাকি লোয়ারে ব্যাটিং করবেন সেটাও দেখার বিষয় হবে। 

অস্ট্রেলিয়ায় শীত চললেও ম্যাচে বৃষ্টি নিয়মিত বিঘ্ন ঘটাচ্ছে। বুধবার মেলবোর্নের দুটি ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। এর মধ্যে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের ম্যাচ ভেসে গেছে। পূর্বাভাস অনুযায়ী, সিডনির সকাল রৌদ্রোজ্জ্বল হবে। তবে বিকেলে বৃষ্টি হতে পারে। উইকেটে বড় রান হওয়ার সম্ভাবনা জোরালো। 

আলো থাকবে

কুইন্টন ডি কক: বিধ্বংসী ব্যাটিংয়ে পটু প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। জিম্বাবুয়ের বিপক্ষে তাণ্ডব শুরু করেছিলেন তিনি। বেরসিক বৃষ্টির কারণে যা আলোর মুখ দেখেনি। বাংলাদেশের বিপক্ষেও ব্যাট চওড়া করে খেলার চেষ্টা করবেন তিনি। ডি ককের খেলার ধরনই পাওয়ার প্লেতে ঝড়ো ব্যাটিং করা। 

মোসাদ্দেক হোসেন: নেদারল্যান্ডসের বিপক্ষে শেষে দুই চার ও এক ছক্কায় দলকে লড়াই করার সংগ্রহ এনে দিয়েছিলেন মোসাদ্দেক। স্লগে ইয়াসির রাব্বি, নুরুল হাসানরা প্রত্যাশা মেটাতে না পারলেও মোসাদ্দেক ভালো করছেন। প্রোটিয়াদের বিপক্ষে ব্যাটে-বলে ভালো করার সুযোগ থাকবে তার।   

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, নাজমুল শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি/ মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: ডি কক, টেম্বা বাভুমা, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, ত্রিস্টান স্টাবস, ওয়েন পার্নেল, কেশব মহারাজ, কাগিসু রাবাদা, এনরিক নরকিয়া/ তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি।

আরও পড়ুন

×