বাবরকে কাঠগড়ায় দাঁড় করালেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২২ | ০১:৩৬ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ | ০১:৩৬
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটছে। গতকালই নাটকীয় ম্যাচশেষে পাকিস্তানকে এক রানে হারিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। এই হারের পর পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার অঙ্কটা খুবই কঠিন হয়ে গেছে। বাবর আজমদের এখন অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে এসেছে আবর আজমের দল।
দুই ম্যাচের দুটিতে টানা পরাজয়ে বাবরদের পয়েন্টের খাতা এখন পর্যন্ত শূন্য। হাতে আছে এখনও তিনটি ম্যাচ। বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচগুলো। কিন্তু পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতার এখনই বলে দিলেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে পাকিস্তান।
শোয়েবের মতে, খাতা-কলমে সুযোগ থাকলেও বাস্তবে সেমিফাইনালে যাওয়া অসম্ভব বাবরদের। পাকিস্তানের এই খারাপ ফলের জন্য অধিনায়ক বাবরকেই দায়ী করেছেন তিনি।
নিজের ইউটিউব চ্যানেল পাকিস্তান-জিম্বাবুয়ের ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব। তিনি বলেছেন, 'পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। খাতা-কলমে সুযোগ থাকলেও এটাই সত্যি। খুব হতাশ লাগছে। কষ্ট হচ্ছে। পাকিস্তান যে এভাবে হারবে সেটা ভাবতে পারিনি। এখন পাকিস্তানকে বাকিদের উপর নির্ভর করতে হবে। এ হারবে, ও জিতবে। তবেই সেমিফাইনালে যাব। সেটা হয় না। নিজের ক্ষমতায় যেতে হবে। তার জন্য ভাল খেলতে হবে।'
বাবর অধিনায়ক হিসেবে ভালো না দাবি করে সাবেক এই তারকা পেসার বলেন, 'বাবর অধিনায়ক হিসেবে ভালো না। ওর কোনও পরিকল্পনা নেই। ভারতের বিরুদ্ধেও ওর জন্য হেরেছিলাম। বারবার মোহাম্মদ নওয়াজকে শেষ ওভারে বল করার জন্য ধরে রাখে। বারবার আমরা হারি। দলে চারজন পেসার খেলানো উচিত। সেখানে বাবর তিন জনকে খেলাচ্ছে। তার মধ্যে শাহিন সুস্থ নয়। তারপরেও ওকে নামিয়ে দিয়েছে। আরও তো পেসার আছে। তাদের সুযোগ দেওয়া উচিত ছিল।'