ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টনি ক্রুসের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড!

টনি ক্রুসের ক্যারিয়ারে প্রথম লাল কার্ড!

৭৭৫ ম্যাচ পর এটিই তার প্রথম লাল কার্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২২ | ০১:৪৬ | আপডেট: ৩১ অক্টোবর ২০২২ | ০১:৪৬

দেড় দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারে টনি ক্রুসের অনেক অর্জন। সম্ভাব্য সবকিছুই তার জেতা হয়ে গেছে। এতে তার কোনো অহংকারও নেই। ফুটবল মাঠেও তিনি নিপাট ভদ্র লোক। প্রতিপক্ষ খেলোয়াড়কে কখনো বাজে ট্যাকল করেননি এই সুনাম আছে। রেফারির সঙ্গেও তার কখনো ঝামেলা হয়নি। 

জার্মান এই মিডফিল্ডার রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলছেন ২০১৪ থেকে। তার আগে ৭ বছর খেলেছেন নিজ দেশের ক্লাব বায়ার্ন মিউনিখে। সেই টনি ক্রুস এবার তার ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথম লাল কার্ড দেখলেন। নিজ মাঠে জিরোনার সঙ্গে ১-১ গোলে রিয়ালের ড্র করার ম্যাচে এমন ঘটনা ঘটে।

রোববার লা লিগায় জিরোনার বিপক্ষে প্রথমার্ধে গোল পায়নি রিয়াল। ৭০তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়র এগিয়ে নেন স্বাগতিকদের। তবে ৮০তম মিনিটে সমতা টানে জিরোনা। পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। 

দ্বিতীয়ার্ধের শুরুতে জিরোনার ইয়ান কুটোকে ফাউল করে প্রথমবার হলুদ কার্ড দেখেছিলেন টনি ক্রুস। ম্যাচের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড (লাল কার্ড) দেখে মাঠ ছাড়েন তিনি। ৭৭৫ ম্যাচ পর এটিই তার প্রথম লাল কার্ড। ৩২ বছর বয়সী ক্রুস মাঠ ছেড়ে যাওয়ার সময় হাসছিলেন।

আরও পড়ুন

×